Advertisment

Heatwave Death: তাপপ্রবাহে মৃত্যুমিছিল! ৪৮ ঘন্টায় ৮ নির্বাচনী কর্মকর্তা সহ ১৮ জনের মৃত্যু

Heatwave conditions prevailed across Bihar in recent days, with the day temperature crossing 44 degrees Celsius at several places Thursday.

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar, heatwave, lok sabha elections 2024, indian express

Security personnel on duty at a polling distribution center at Sasaram amid heatwave, on the eve of the seventh phase of Lok Sabha polls, in Rohtas district. (PTI Photo)

Bihar Heatwave Death: বর্তমানে সারাদেশে তীব্র তাপপ্রবাহের কবলে। তাপপ্রবাহের জেরে বিভিন্ন রাজ্যে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহে এখন পর্যন্ত ২৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশে। সেখানে মৃত্যু হয়েছে ১৬২ জনের। বিহারে তাপপ্রবাহের বলি ৬৫ জন।

Advertisment

তাপপ্রবাহের প্রভাব পূর্ব থেকে পশ্চিম ভারতে দেখা যাচ্ছে। ওড়িশাতেও তাপপ্রবাহের কবলে মৃত্যু হয়েছে ৪১ জনের। তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরগড় জেলায়, যেখানে ৩০ জন এখনও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাপপ্রবাহের জেরে বিহারে মোট ৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিহারে ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী দায়িত্বে থাকা আট কর্মকর্তা সহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বিহারের আটটি সংসদীয় আসনে শেষ দফায় শনিবার ভোটগ্রহণ চলবে। বক্সারে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন - < Boy beaten to death: নাবালককে ডেকে পাঠিয়ে পিটিয়ে ‘খুন’, গ্রেফতার আশ্রমের ‘মাতাজি’ >

বিহার সরকার বুধবার পর্যন্ত সমস্ত বেসরকারি এবং সরকার পরিচালিত স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তীব্র গরমে ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে ১১ জনের।

bihar Heat Wave loksabha election 2024
Advertisment