রাজ্যের কৃষিজীবি মানুষদের জন্য বিমা প্রকল্প চালু করল বিহার সরকার। ভারতে এই প্রথম কোন রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফসল বিমা যোজনার ভৎর্সনা করে বিহার সরকার এবার নিজেই পরিকল্পনা করল বিমা প্রকল্প চালু করার। খারাপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয় চাষ, বেহাল দশা হয় চাষিদের। 'স্টেট ক্রপ অ্যাসিসট্যান্ট স্কিম' কৃষকদের সেই অবস্থায় সাহায্য করবে বলে আশা বিহার সরকারের। এই প্রকল্প বিহারকে স্বীকৃতিও এনে দিল প্রথম কৃষকদের জন্য বিমা চালু করার।'
আরও পড়ুন, Bronze-Copper Era: ব্রোঞ্জ-তাম্রযুগের রথের ভগ্নাবশেষের হদিশ পেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
এই পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে রাজ্য কো-অপরেটিভের প্রধান সম্পাদক অতুল প্রসাদ জানান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা অনুসারে কেন্দ্র ও রাজ্যকে প্রিমিয়াম পরিমাণের ৪৯ শতাংশ ভর্তুকি দিতে হবে, আর কৃযক দেবে দুই শতাংশ।
অতুল প্রসাদ আরও জানান, ২০১৬ সালে রাজ্য সরকার মোট প্রিমিয়ামের পরিমান হিসাবে ৪৯১ কোটি টাকা ভর্তুকি দিয়েছে, যখন ইনসিওরেন্স কোম্পানীগুলি কৃষকদের ফেরৎ দিয়েছে ২২৫ কোটি টাকা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিমা যোজনার আওতায় না থেকে এই স্কিমকেই বিহার সরকার আলাদা করে কৃষকদের জন্য চালু করল। এবছরই খারিফের মরশুমে (সেপ্টেম্বরে) বিহার সরকার চালু করবে এই বিমা প্রকল্প।