Advertisment

বিহার শেল্টার হোম মামলায় যথেষ্ট গুরুত্ব দেয়নি পুলিশ: সুপ্রিম কোর্ট

এএনআই সূত্রে জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করার জন্য বিহার সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট, ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

শেল্টার হোমে যৌন নির্যাতনের মামলায় যথেষ্ট গুরুত্ব না দেওয়ার জন্য বিহার পুলিশকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। বিহার পুলিশের দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে তদন্তের ভার সিবিআই-কে দেওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।

Advertisment

বিহারের ১৪টি হোমে যৌন হেনস্থার ঘটনায় অবহেলার কারণে নীতিশ কুমারের সরকারকে এই দিন কড়া ভাষায় বার্তা দেয় সুপ্রিম কোর্ট। বিহার সরকারের ভুমিকাকে 'লজ্জাজনক' এবং 'দুর্ভাগ্যজনক' বলেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের তিন বিচারপতিকে নিয়ে গঠিত বেঞ্চের পক্ষ থেকে শুনানি চলাকালীন বলা হয়েছে, "আমাদের বলা হয়েছিল গোটা ঘটনা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হবে। তাই হচ্ছে কি?

এএনআই সূত্রে জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করার জন্য বিহার সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন, মুজফফরপুর হোমে যৌন নির্যাতনের ঘটনায় আদালতে আত্মসমর্পণ বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু ভার্মার

সাংবাদিক নিবেদিতা ঝাঁ একটি আবেদনে বিহার শেল্টার হোমে যৌন হেনস্থার ঘটনায় 'অভিযোগের নথিভুক্তিকরণ, স্বাধীন তদন্ত অথবা আদালতের পর্যবেক্ষণে তদন্ত' দাবি করেছিলেন।

টাটা ইনস্টিটিউট অব সোশাল সায়েন্সেস' (টিস)-এর তরফ থেকে এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর প্রথম মুজাফফরপুর শেল্টার হোমে ধর্ষণ এবং যৌন অত্যাচারের বিষয়টি প্রকাশ্যে আসে। বর্তমানে মুজাফফরপুর শেল্টার হোম কাণ্ডে তদন্তের ভার রয়েছে সিবিআই।

Read the full story in English

Advertisment