New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/bihar-shelter.jpg)
বিহারে ১০০র বেশি শেল্টার হোম রয়েছে
দিল্লি আদালত মঙ্গলবার ব্রজেশ ঠাকুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বিহারের মুজফফরপুর জেলায় এক শেল্টার হোমে বেশ কিছু মেয়েকে শারীরিক ও যৌন হেনস্থার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক সৌরভ কুলক্ষেত্র অপরাধী ব্রজেশ ঠাকুরকে বাকি জীবনের জন্য জেলে থাকতে হবে বলে রায় দিয়েছেন।
Advertisment
গত ২০ জানুয়ারি আদালত ব্রজেশ ঠাকুরকে দোষী সাব্যস্ত করে। ব্রজেশ এর আগে একবার বিহার পিপলস পার্টির তরফ থেকে বিধানসভা ভোটে দাঁড়িয়ে হেরে যায়। তার অপরাধের মধ্যে রয়েছে পকসো আইনের ৬ নং ধারার আওতায় জোর করে প্রবেশমূলক যৌন হেনস্থা, ও ধর্ষণ ও গণধর্ষণের মত ভারতীয় দণ্ডবিধির আওতায় কৃত অপরাধও।