Advertisment

Bilkis Bano Case: 'যুদ্ধ এখনও শেষ নয়, জেলে ফেরত পাঠানোই লক্ষ্য', সুপ্রিম রায়ে যুদ্ধ জয়ের অঙ্গীকার বিলকিসের

বিলকিসের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, "সুপ্রিম এই নির্দেশ বিচার ব্যবস্থায় বানোর বিশ্বাস ফিরিয়েছে। সেই সঙ্গে এটা বিলকিসের জন্য বড় সান্ত্বনা যে ন্যায়বিচার এখনও বেঁচে আছে ...!

author-image
IE Bangla Web Desk
New Update
Sources said that the family was "relieved" that the Supreme Court upheld their petition challenging the Gujarat government's jurisdiction in the matter of granting remission.

সূত্রগুলি বলেছে যে পরিবারটি "স্বস্তি পেয়েছে" যে সুপ্রিম কোর্ট ক্ষমা দেওয়ার বিষয়ে গুজরাট সরকারের এখতিয়ারকে চ্যালেঞ্জ করে তাদের আবেদন বহাল রেখেছে।

২০০২ সালের গুজরাত দাঙ্গা তাঁকে গণধর্ষণে অভিযুক্ত ১১ জনের মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দু’টি মামলা দায়ের করেছিলেন বিলকিস বানো। আজ সেই মামলার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। কোন যুক্তিতে অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়েছে প্রশ্ন তুলেছে আদালত।

Advertisment

পাশাপাশি বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ আসামিকে মুক্তি দেওয়ার গুজরাট সরকারের সিদ্ধান্ত বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম এই রায়ে খুশির হাওয়া বিলকিস পরিবারে। পরিবারের ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন সুপ্রিম নির্দেশে বিলকিস "স্বস্তি পেয়েছেন কিন্তু জয়ী নন", ।

সূত্রের খবর, আজকের এই রায়ে বিলকিস বানো সাময়িক স্বস্তি পেলেও এখনও যুদ্ধ জারি থাকবে তাঁর। বিলকিসের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, "সুপ্রিম এই নির্দেশ বিচার ব্যবস্থায় বানোর বিশ্বাস ফিরিয়েছে। সেই সঙ্গে এটা বিলকিসের জন্য বড় সান্ত্বনা যে ন্যায়বিচার এখনও বেঁচে আছে ...! তবে লড়াই এখনও শেষ হয়নি তাঁর। কারণ দোষীরা অন্য রাজ্য থেকে শাস্তি মুকুবের আবেদন করতে পারে। যতক্ষণ না তাদের জেলে ফেরত পাঠানো হয়। ততক্ষণ বিলকিসের লড়াই জারি থাকবে"। সূত্র আরও জানিয়েছে বিলকিস এবং তার পরিবার ২০২২ সালের আগস্টে দোষীদের শাস্তি মঞ্জুর করার পর থেকে একটি অজ্ঞাত স্থানে বসবাস করছেন।

Bilkis Bano
Advertisment