বিজেপি সাংসদ-বিধায়কের সঙ্গে এক মঞ্চে বিলকিসের ধর্ষক! মোদীর রাজ্যে শোরগোল

ছবি সামনে আসতেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা।

Bilkis Bano gangrape, Bilkis Bano Case
বিজেপি সাংসদ-বিধায়কের সঙ্গে এক মঞ্চে বিলকিসের ধর্ষক! মোদীর রাজ্যে শোরগোল

মঞ্চে সরকারি অনুষ্ঠান চলাকালীন বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্তের ছবি সামনে আসতেই হুলস্থূল। মিডিয়া রিপোর্ট অনুসারে, গুজরাটের দাহোদ জেলায় ২৫ মার্চ একটি সরকারি অনুষ্ঠানে নেতা-মন্ত্রী-বিধায়কদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন বিলকিস বানো গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত শৈলেশ চিমনলাল ভট্ট। স্থানীয় বিজেপি সাংসদ ও বিধায়কের সঙ্গেই তিনি সরকারি অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন।

বিলকিস বানো গণধর্ষণ মামলা নিয়ে এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। সময়ের আগেই আসামিদের মুক্তি দেওয়া নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। জল গড়িয়েছে শীর্ষ আদালত অবধি। এর মধ্যেই সামনে এল এমন এক ছবি যা পদ্মশিবিরের অস্বস্তি বাড়িয়েছে। সরকারি অনুষ্ঠানে বিজেপি সাংসদ এবং বিধায়কের সঙ্গে একই মঞ্চে দেখা গেল বিলকিস বানো গণধর্ষণ মামলার অন্যতম অভিযুক্তকে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, ২৫ মার্চ দাহোদ জেলায় এক সরকারি অনুষ্ঠানে গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়া আসামী শৈলেশ চিমনলাল ভাটকে স্থানীয় বিজেপি সাংসদ যশবন্ত সিং ভাভোর এবং বিধায়ক শৈলেশ ভাভোরের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছে। যদিও এই ছবি সামনে আসতেই মুখে কুলুপ এঁটেছেন বিজেপি নেতারা।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলকিস বানোর স্বামী ইয়াকুব রসুল বলেন, এই ধরণের ছবি দেখে তিনি অবাক নন। তিনি বলেন, “এই মামলায় আসামিদের মুক্তি পাওয়ার পর জেলের বাইরে সংবর্ধনা দেওয়া হয়। ক্ষমতায় নেতা-মন্ত্রীদের সঙ্গে একই মঞ্চে আসামীর থাকাটা অবাক করার মত কোন ঘটনা নয়। আমরা শুধু সুপ্রিম কোর্টের কাছে ন্যায়বিচার আশা করছি”।

বিলকিস বানো মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে

বিলকিস বানো গণধর্ষণ মামলার দোষীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। এ বিষয়ে আজ (২৭ মার্চ) সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে। বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বিভি নাগরত্নের ডিভিশন বেঞ্চ বিলকিস বানোর আবেদনের শুনানি করবে। দোষীদের মুক্তি দেওয়ার গুজরাট সরকারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন বিলকিস বানো।

গুজরাট সরকার গত বছরের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে ১১ আসামিকে মুক্তি দিয়েছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও হয়েছে। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় পাঁচ মাসের গর্ভবতী বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের সাত সদস্যকে হত্যার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ১১ আসামীকে। এদের মধ্যেই ভাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Bilkis case convict on stage with bjp mp mla brother at gujarat govt event563429

Next Story
মাঝআকাশে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার, তিন এটিসি কর্মী সাসপেন্ড
Exit mobile version