অখিলেশ যাদবের লোকসভা কেন্দ্র আজমগড় হাতছাড়া হল সমাজবাদী পার্টির। গেল বিজেপির ঝোলায়। বিজেপি প্রার্থী দীনেশ লাল যাদব ৮,৬৭৯ ভোটে হারাল সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদবকে। অন্যদিকে রামপুরে বিজেপি প্রার্থী ঘনশ্যাম সিং লোধি ৪২,১৯২ ভোটে হারাল সমাজবাদী পার্টির প্রার্থী অসীম রাজাকে। রবিবার উপনির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই যে দল যে আসনে জিতেছিল, সেই আসনই ফের ধরে রেখেছে। অবশ্য ব্যতিক্রমও আছে। ত্রিপুরার আগরতলায় জয়ী হয়েছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। আর, পঞ্জাবের অমৃতসরে শিরোমণি অকালি দলের সিমরনজিৎ সিং মান জয়ী হয়েছেন। হারিয়ে দিয়েছেন আম আদমি পার্টির প্রার্থী গুরমেল সিংকে।
আরও পড়ুন- G-7 বৈঠকে ইউক্রেন যুদ্ধকে প্রাধান্য, রাশিয়া থেকে সোনা আমদানিতে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
কিছুদিন আগেই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন হয়েছে। সেখানে ব্যাপক সাফল্য পেয়েছে গেরুয়া শিবির। তারপর এবার লোকসভা উপনির্বাচনে বড়সড় সাফল্য। এর পিছনে ডবল ইঞ্জিন সরকারকে কৃতিত্ব দিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, ‘ডবল ইঞ্জিন সরকারের জন্যই উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের এই সাফল্য। এর পিছনে রয়েছে মোদি সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মসূচি।’ যা, তাঁর সরকার কার্যকর করেছে বলেই যোগী আদিত্যনাথ জানিয়েছেন।
এর মধ্যে উত্তরপ্রদেশের রামপুরে ঘনশ্যাম সিং লোধি পেয়েছেন ৩.৬৭ লক্ষ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির অসীম রাজা পেয়েছেন ৩.২৩ লক্ষ ভোট। রামপুরে বহুজন সমাজ পার্টি প্রার্থী দেয়নি। তাদের ভোটটা বিজেপি পেয়েছে বলেই রামপুরে জয় নিশ্চিত হয়েছে। এমনটাই মনে করছে সমাজবাদী পার্টি। এই ব্যাপারে রামপুরে সমাজবাদী পার্টির জেলা সভাপতি বীরেন্দ্র গয়াল জানিয়েছেন, বিজেপি রামপুর জেতার জন্য ক্ষমতার অপব্যবহার করেছে। গয়াল বলেন, ‘বিজেপি প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। কিন্তু, আমাদের অভিযোগ যে গণনায় কারচুপি করা হয়েছে। এমনিতেই ভোটগ্রহণের সময় দেখা গিয়েছিল, ভোটারের সংখ্যা বেশ কম। কারণ, প্রশাসন সমাজবাদী পার্টির ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে যেতেই দেয়নি। সেখানে এত ভোট পড়ল কী করে?’
Read full story in English