কর্নাটকের পুরসভা নির্বাচনে জিতে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত জামা খুলে ঘোরালেন বিজেপি প্রার্থী বিরাপ্পা সিরাগন্নাভার। বাগালকোট পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে জিতে সমর্থকদের সামনে গিয়ে জামা ঘুরিয়ে জয়ের নিশ্চিত বার্তা দিয়েছেন তিনি। শুধু যে ভোট গণনাতেই জিতেছেন এমনটা নয়, ইতিমধ্যে এএনআই মারফত সেই সময়ের ভিডিও পৌছে গেছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপি প্রার্থীর দাদার দেখানো রাস্তায় হাঁটার ভিডিও ছড়িয়ে পড়তেই ট্রোল শুরু হয়েছে তাঁকে নিয়ে।
ইতিমধ্যে ভাইরাল সে ভিডিও। এমনটা অবশ্য হওয়ারই ছিল। কারণ ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজে ভারতের জয় মনে করিয়ে দেয়। এএনআই এই ভিডিওর সঙ্গে টুইট করেছেন,"# ওয়াচ: বাগালকোট পৌর পরিষদের ওয়ার্ড নং ১৯-এর বিদ্রোহী প্রার্থী বিরাপ্পা সিরাগন্নাভার, তাঁর শার্ট খুলে স্থানীয় নির্বাচনের জয়লাভের আনন্দ প্রকাশ করেছেন। #কর্ণাটক,"।
৩১ আগস্টের নির্বাচনে কর্ণাটকের ১০৫ জন স্থানীয় প্রার্থী (ইউএলবি),স্থানীয় নির্বাচনে প্রার্থী সংখ্যা কংগ্রেস থেকে ২,৩০৬ জন, বিজেপি থেকে ২২০৩ এবং জেডি-এস থেকে ১৩৯৭ জন নির্বাচনে অংশ নিয়েছেন।