Advertisment

নির্মলা সীতারমণের ‘সই জাল করে প্রতারণা’ বিজেপি নেতার!

২০১৬ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রকে চাকরি দেওয়ার নামে এক দম্পতির থেকে ২.১৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মুরলীধরের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
murlidhar rao, মুরলীধর রাও

মুরলীধর রাও। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

কেন্দ্রীয় মন্ত্রীর সই জাল করার অভিযোগ উঠল বিজেপিরই এক তাবড় নেতার বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের সই জাল করার অভিযোগ উঠেছে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক পি মুরলীধর রাওয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, মন্ত্রীর সই জাল করে এক দম্পতিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ওই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। লোকসভা ভোটের মুখে যে ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পদ্ম শিবির।

Advertisment

২০১৬ সালের অক্টোবর মাসে বাণিজ্য মন্ত্রকে চাকরি দেওয়ার নামে এক দম্পতির থেকে ২.১৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মুরলীধরের বিরুদ্ধে। সেসময় বাণিজ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। এ ঘটনায় মুরলীধর রাওয়ের ঘনিষ্ঠ কিশোর রাও-সহ আরও ৭ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে সারুরনগর থানায়। প্রতারণার অভিযোগ নিয়ে স্থানীয় আদালতের দ্বারস্থ হন ওই দম্পতি। আদালতের নির্দেশেই থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগপত্রে জানানো হয়েছে, ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার জাল লেটারহেডে তৎকালীন বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমণের সই জাল করেছেন মুরলীধর।

আরও পড়ুন, মিশন শক্তি: প্রধানমন্ত্রীর ভাষণ নির্বাচন কমিশনের আতস কাচের নিচে

যদিও সব অভিযোগ অস্বীকার করে মুরলীধর রাওয়ের দাবি, ভোটের আগে এফআইআর দায়ের করা হয়েছে। পুরোটাই উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হয়েছে বলে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা। সারুরনগর থানার ইন্সপেক্টর ই শ্রীনিবাস জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৮, ৪৭১ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে অভিযোগকারিণী টি প্রবার্না রেড্ডি জানিয়েছেন, রাওয়ের ঘনিষ্ঠ বন্ধু ঈশ্বর রেড্ডি তাঁকে ও তাঁর স্বামীর কাছে ফার্মেক্সলের ডিরেক্টর পদে চাকরির জন্য প্রস্তাব দেন। ঈশ্বর রেড্ডিই তাঁদের নির্মলা সীতারমণের সই করা চিঠি দেখিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এজন্য তাঁদের থেকে ২.১৭ কোটি টাকা নেন বলে অভিযোগ করেছেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পর চাকরি দেওয়া নিয়ে টালবাহানা শুরু হয়। এরপর ঈশ্বর দত্ত টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন। কিন্তু গত ২ বছরে এখনও তাঁদের টাকা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ।

Read the full story in English

bjp Nirmala Sitharaman national news
Advertisment