Advertisment

L K Advani: গুরুতর অসুস্থ প্রবীণ বিজেপি নেতা আদবানি, রাতেই ভর্তি করা হল AIIMS-এ

কেমন আছেন এখন প্রবীণ বিজেপি নেতা?

author-image
IE Bangla Web Desk
New Update
lk Advani hospitalised, L K Advani, Lal Krishna Advani, LK Advani, AIIMS, All India Institute of Medical Sciences (AIIMS), lk Advani hospitalised at aiims, Indian express news, current affairs

প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আদভানির কন্যা প্রতিভা আদবানি একটি মিডিয়া কথোপকথনের সময় তার সাথে একটি মিষ্টি শেয়ার করেছেন ভারত সরকার এল কে আদবানির জন্য ভারতরত্ন ঘোষণা করার পরে, নয়াদিল্লিতে তাদের বাসভবনে৷ (এএনআই ছবি)

L K Advani: গুরুতর অসুস্থ হয়ে বুধবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে-এ ভর্তি করা হয়েছে প্রবীণ বিজেপি নেতা এল কে আদবানিকে। AIIMS- সূত্রে জানা গিয়েছে, ৯৬ বছর বয়সী আদবানি আপাতত "স্থিতিশীল" রয়েছেন। তাঁকে "পর্যবেক্ষণে" রাখা হয়েছে। ইউরোলজি বিভাগের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন বলে জানা গেছে।

Advertisment

চলতি বছরের মার্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদবানিকে তাঁর বাসভবনে গিয়ে 'ভারতরত্ন' সম্মান প্রদান করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আরও পড়ুন : < Ayodhya temple: কথা ছিল হাজার বছর মাথা উঁচু করে দাঁড়ানোর, মরসুমের প্রথম বৃষ্টিতেই ‘ডাহা ফেল’ রাম মন্দির >

আদবানি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে এবং ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং ২০০৯ সালের সাধারণ নির্বাচনে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন।

ভোটের ঠিক আগে দেশের সর্বোচ্চ পুরস্কার 'ভারতরত্ন'-এ ভূষিত হন তিনি। আর মাত্র তিন মাস পর হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে আদবানিকে 'ভারতরত্ন' প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লালকৃষ্ণ আদবানির পরিবারের সদস্যরা।

L K Advani
Advertisment