মুসলিম যুবকের সঙ্গে বিজেপি নেতার মেয়ের বিয়ে নিয়ে প্রবল প্রতিবাদ! আর এর পরই বড় সিদ্ধান্ত নিয়ে চমক দিলেন তিনি। উত্তরাখণ্ডের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা যশপাল বেনমের মেয়ের বিয়ে ঠিক হয় এক মুসলিম যুবকের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের কার্ড। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা ধরনের আলোচনা। হিন্দুত্ববাদী সংগঠনগুলিও এই বিয়ে নিয়ে কঠোর প্রতিবাদ জানায়। এরপরই তড়িঘড়ি যশপাল বেনম মেয়ের বিয়ের অনুষ্ঠান স্থগিত করেছেন।
উত্তরাখণ্ডের এক বিজেপি নেতা মেয়ের বিয়ে ঠিক করেন মেয়ের ভালবাসার মানুষের সঙ্গে। কিছু ছেলেটি মুসলিম হওয়ার কারণে হিন্দুত্ববাদী সংগঠনগুলির তরফে তাঁকে এই বিয়ে বন্ধ করতে চাপ দেন। অবশেষে সংগঠনের চাপে মাথা নত করলেন তিনি। ভেস্তে দিলেন মেয়ের বিয়ে। মুসলিম বাড়িতে মেয়ের বিয়েঠিক করার কারণে তাকে দলের নেতাদের প্রবলসমালোচনার মুখে পড়তে হয়, এরপর বিয়ে বাতিল করে দেন বিজেপি নেতা যশপাল বেনম।
বিজেপি নেতা যশপাল বেনম জানিয়েছেন, বরের পরিবারের সঙ্গে 'পারস্পরিক সম্মতিতে' মেয়ের বিয়ে বাতিল করা হয়েছে। বিজেপি নেতার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ২৮ মে। শনিবার বিজেপি নেতা সাংবাদিকদের বলেন, "যে বিয়ে ২৮ মে হওয়ার কথা ছিল তা এখন বাতিল করা হয়েছে।" তিনি বলেন, "জনপ্রতিনিধি হিসেবে আমি চাইনি আমার মেয়ের বিয়ে নিয়ে সমাজে নানান কথা উঠুক। আমি জনগণের অনুভূতিকে সম্মান করি।" নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারের এক ঘনিষ্ট বন্ধু বলেন, “দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল, কিন্তু কিছু বিষয়টি সামনে আসার পর প্রবল সমালোচনার মুখে পড়ে বিয়ে ভেঙে দিতে হয়”।
মেয়ের বিয়ে বাতিল করা নিয়ে যশপাল বেনাম বলেন, "আমার মেয়ের বিয়ে ঠিক হয় এক মুসলিম যুবকের সঙ্গে। ওরা একে অপরকে পছন্দ করত। মেয়ের খুশি ইচ্ছার মর্যাদা দিয়ে মুসলিম পরিবারেই মেয়ের বিয়ে ঠিক করি। এর জন্য কার্ডও ছাপা হয়ে গিয়েছিল। কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নানা ধরনের কথা সামনে আসছিল। বিবাদ এড়াতে পারস্পরিক সম্মতিতে উভয় পরিবার আপাতত বিয়ের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।" তবে পরিবার, শুভাকাঙ্খীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। পাউরি গাড়ওয়ালের পৌরসভার চেয়রাম্যান পদে আসীন রয়েছেন বিজেপির ওই নেতা।
শুক্রবার, হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিজেপি নেতা যশপালের বিরুদ্ধে বিক্ষোভ করে। তার কুশপুত্তলিকা দাহ করেছে সংগঠনগুলি। এই বিক্ষোভে অংশ নেয় বিশ্ব হিন্দু পরিষদ, ভৈরব সেনা ও বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদের জেলা কার্যনির্বাহী সভাপতি দীপক গৌর বলেন, ‘আমরা এই বিয়ের তীব্র বিরোধিতা করছি’।