Advertisment

পুলিশকর্মীকে হুমকি বিজেপি বিধায়কের!

এক মহিলা সাব ইন্সপেক্টরকে কার্যত আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক রাজকুমার ঠাকরালের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
rajkumar thukral, রাজকুমার ঠাকরাল

বিজেপি বিধায়ক রাজকুমার ঠাকরাল। ছবি: ফেসবুক/ইন্ডিয়ান এক্সপ্রেস।

রাজনৈতিক নেতারা পুলিশ কর্মীদের হুমকি দিচ্ছেন, এমন উদাহরণ তো ঢের রয়েছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তরাখণ্ডের রুদ্রপুরের বিজেপি বিধায়কের নাম। এক মহিলা সাব ইন্সপেক্টরকে কার্যত আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি বিধায়ক রাজকুমার ঠাকরালের বিরুদ্ধে। মহিলা পুলিশ কর্মীকে বিধায়কের সেই হুমকির মুহূর্ত ইতিমধ্য়েই ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। ট্রাফিক আইন ভাঙায় দুই ব্য়ক্তিকে আটক করা হয়। আর তা নিয়েই শুরু হয় বাক-বিতণ্ডা। যে ঘটনাতেই রেগেমেগে আঙুল উঁচিয়ে সিটি পেট্রল ইউনিটের সাব ইন্সপেক্টর অনীতা গায়রোলাক হুমকি দেন ওই বিজেপি বিধায়ক। গত শুক্রবারের এই ঘটনার ভিডিও ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisment


আরও পড়ুন, গোয়ার আবাসনে লুকিয়ে মহিলাদের ঘুমোতে দেখা ‘চোর’ গ্রেফতার

বিজেপি বিধায়ক রাজকুমার ঠাকরালকে নিয়ে অবশ্য় এই প্রথমবার বিতর্ক হয়নি। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন ওই বিজেপি বিধায়ক। নিজের বাড়ির সামনে তিন দলিত মহিলাকে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৯ মার্চ রুদ্রপুরে নিজের বাড়িতে পঞ্চায়েত ডেকেছিলেন দুই পরিবারের গোলমালের মীমাংসা করতে। এক নাবালিকার সঙ্গে দলিত পরিবারের এক নাবালক পালিয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল সে সময়ে।

এ ঘটনাতেই রুদ্রপুর থানায় এফআইআর দায়ের করা হয়। নাবালকের বাবা অভিযোগে জানান যে, তাঁর স্ত্রী, দুই কন্য়া ও তাঁকে ঠাকরাল মারধর করেন। এক মহিলাকে মারধর ও হেনস্থা করছেন ঠাকরাল, এমন একটি ভিডিও সেসময় সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই ঠাকরাল হস্তক্ষেপ করেছিলেন বলে তিনি দাবি করেছিলেন।

bjp national news police
Advertisment