Advertisment

মর্মান্তিক! দীপাবলির রাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মৃত্যু বিজেপি সাংসদের নাতনির

আতসবাজির আগুনে দগ্ধ হয়ে মৃত্যু, শোকস্তব্ধ সাংসদের পরিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দীপাবলির রাতে মর্মান্তিক কাণ্ড! আতসবাজির আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হল বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশীর নাতনির। প্রয়াগরাজে বন্ধুদের সঙ্গে প্রদীপ থেকে আতসবাজি জ্বালানোর সময় ৬ বছরের কিয়ার শরীরে আগুন লেগে যায়।

Advertisment

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার রাতের ঘটনায় কিয়ার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়। মঙ্গলবার ভোরের দিকে তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লির হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানে মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানে ওই শিশু। বিজেপি সাংসদের ছেলে মায়াঙ্কের একমাত্র সন্তান ছিল কিয়া।

আরও পড়ুন রাজধানীতে বড়সড় হামলার ছক! দিল্লি থেকে ধৃত ২ জঙ্গি

বিজেপির তরফে জানানো হয়েছে, ঘটনার সময় মায়াঙ্ক লখনউতে ছিলেন। তিনি খবর পেয়ে মঙ্গলবার সকালে দিল্লি চলে আসেন। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি ৬ বছরের শিশুকে। ঘটনায় শোকের ছায়া নেমে বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশীর পরিবারে। একমাত্র নাতনিকে হারিয়ে শোকে পাথর বিজেপি নেত্রী। প্রয়াগরাজের দারাগঞ্জে কিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Firecracker Diwali bjp
Advertisment