New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/parliament-lead.jpg)
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট। এক্সপ্রেস ফোটো- প্রেম নাথ পান্ডে
সংসদের প্রবেশদ্বারে বিজেপি সাংসদের গাড়ি সিকিউরিটি ব্যারিয়ারে ধাক্কা মারতেই চাঞ্চল্য ছড়ায় গোটা সংসদ চত্বরে। গোটা সংসদ চত্বরকে মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে।
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট। এক্সপ্রেস ফোটো- প্রেম নাথ পান্ডে
মঙ্গলবার সংসদে জারি হল হাই অ্যালার্ট। সংসদের প্রবেশদ্বারে বিজেপি সাংসদের গাড়ি সিকিউরিটি ব্যারিয়ারে ধাক্কা মারতেই চাঞ্চল্য ছড়ায় গোটা সংসদ চত্বরে। মঙ্গলবার এই ঘটনার জেরে গোটা সংসদ চত্বরকে মুড়ে ফেলা হয় নিরাপত্তার চাদরে।
ঠিক কী হয়েছে সংসদে?
মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ সংসদের সিকিউরিটি ব্যারিয়ারে ধাক্কা মারে বিজেপি সাংসদ কৌশম্বী বিনোদ কুমার সোনকর-এর গাড়ি। এদিকে ব্যারিয়ারে ধাক্কা লাগার পরই নিরাপত্তার কারণে ব্যারিয়ারে থাকা শলাকাগুলি সক্রিয় হয়ে উঠে গাড়ির দুপাশে সজোরে আঘাত করে বিঁধে যায়। ফলে ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি। ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়িটিকে ঘিরে ধরে সিআরপিএফ কমান্ডো। শলাকা বিঁধে যাওয়ার কারণে ফেঁসে যায় সাংসদের ইনোভা ক্রিস্টাল গাড়িটি।
সংসদের নিরাপত্তার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "দুর্ঘটনাক্রমে বুম ব্যারিয়ারে আঘাত করে সাংসদের এসইউভিটি। যদিও সমস্ত সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছিল।" তবে গাড়িটিতে সেই সময় সাংসদ উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।
Read the story in English