দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) হাসপাতালে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার এই কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। শাহ নিজেও তাঁর টুইটার হ্যান্ডেলে এই খবর দিয়েছেন। হিন্দিতে লেখা একটি টুইটে তিনি জানিয়েছেন, “আমার সোয়াইন ফ্লু ধরা পড়েছে, যার আপাতত চিকিৎসা চলছে। ভগবানের দয়ায় এবং আপনাদের শুভেচ্ছায় আমি শিগগিরই সুস্থ হয়ে উঠব।”
मुझे स्वाइन फ्लू हुआ है, जिसका उपचार चल रहा है। ईश्वर की कृपा, आप सभी के प्रेम और शुभकामनाओं से शीघ्र ही स्वस्थ हो जाऊंगा।
— Amit Shah (@AmitShah) January 16, 2019
পিটিআই আরও জানিয়েছে, শাহ হাসপাতালে পৌঁছন রাত নটা নাগাদ, এবং হাসপাতালের পুরোনো প্রাইভেট ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্ট ও বুকে কফ জমার কারণেই শাহকে হাসপাতালে ভর্তি করা হয়।