/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/farnabish-1.jpg)
মহারাষ্ট্রের মখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন।
মহারাষ্ট্রে মহারণ। ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে মারাঠা ভূমে। শিবসেনার সঙ্গে জোট বেঁধে এবারও নির্বাচনী লড়াইতে বিজেপি। মঙ্গলবার প্রকাশিত হল পদ্ম শিবিরের ইস্তেহার। যেখানে রাজ্যে এক কোটি যুবকের কর্ম সংস্থান ও বীর সাভারকার, জ্যোতিবা ফুলে ও সাবিত্রীবাই ফুলেকে ভারত রত্ন দেওয়ার চেষ্টার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘কার্নিভালে আমায় অপমান করা হয়েছে’, মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল
এদিন মহারাষ্ট্রের মখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। সেখানেই দাবি করা হয়েছে, গত পাঁচ বছরে শাসক দলের তরফে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়িত হয়েছে। বিপুল কর্মসংস্থান ছাড়া অবশ্য বিজেপির তরফে জনপ্রিয় কোনও প্রতিশ্রুতি ইস্তেহারে লেখা হয়নি। তবে, আশ্বাস দেওয়া হয়েছে যে রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে ৫০ শতাংশ মহিলাদের অংশীদারিত্ব থাকবে।
আরও পড়ুন: উপচে পড়ছে শস্য, রফতানি করুন, সরকারের কাছে আবেদন খাদ্যমন্ত্রকের
এছাড়াও, ইস্তেহারে বলা হয়েছে আগামী পাঁচ বছর কৃষি, নিকাশি ও পরিকাঠামো ক্ষেত্রের উন্নয়ে গুরুত্ব দেওয়া হবে। মধ্যবিত্ত ভোটারদের কথা মাথায় রেখে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২০২১য়ের মধ্য়ে সবাইকার জন্য় বাড়ি প্রকল্প বাস্তবায়িত করবে বিজেপি। কৃষির উন্নয়ে জল প্রকল্প শেষ করা কথা বলা হয়েছে। এই প্রকল্প শেষ হলে চাষের কাজে ২৪ ঘন্টাই জল পাবেন কৃষকরা। ফলে দূর হবে ক্ষরার আশঙ্কা। বলা হয়েছে,দ্রূত শিবাজী মহারাজ স্মৃতিসৌধ সম্পন্ন হবে। ২০২০ সালের মধ্যে ইন্দু মিলে বানানো হবে আম্বেদকরের মূর্তি।
Read the full story in English