/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/sambit-759.jpg)
ফাইল ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের শরীরে মিলল করোনভাইরাসের উপসর্গ। সূত্র মারফত জানা যাচ্ছে, কোভিড ১৯-এর উপসর্গ মেলার পরই বিজেপি নেতাকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে বিজেপির মুখপাত্রকে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়, আর সে কারণেই সম্বিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় বরাবরই অ্য়াক্টিভ সম্বিত। বৃহস্পতিবার একাধিক টুইটও করেছেন তিনি।
আরও পড়ুন: Coronavirus India LIVE Updates: ভারতে করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৮ হাজার, নতুন করে আক্রান্ত ৬৫০০
Wishing @sambitswaraj ji a quick recovery.
Take care and be back soonest. https://t.co/6nuheiBaYj— Priyanka Chaturvedi (@priyankac19) May 28, 2020
সম্বিত পাত্রের দ্রুত আরোগ্য় কামনা করে টুইট করেছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি লিখেছেন, 'সম্বিতজির দ্রুত আরোগ্য় কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ফিরুন''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us