করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা

সূত্র মারফত জানা যাচ্ছে, করোনাভাইরাসের উপসর্গ মেলার পরই ওই বিজেপি নেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, করোনাভাইরাসের উপসর্গ মেলার পরই ওই বিজেপি নেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sambit patra, সম্বিত পাত্র, বিজেপি নেতা, বিজেপির মুখপাত্র, সম্বিত পাত্র, করোনাভাইপাস, হাসপাতালে সম্বিত পাত্র, সম্বিত পাত্র করোনা, sambit patra covid-19, sambit patra coronavirus, sambit patra hospitalised, sambit patra covid-19 news, coronavirus india news updates

ফাইল ছবি। ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রের শরীরে মিলল করোনভাইরাসের উপসর্গ। সূত্র মারফত জানা যাচ্ছে, কোভিড ১৯-এর উপসর্গ মেলার পরই বিজেপি নেতাকে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

সূত্রের খবর, গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে বিজেপির মুখপাত্রকে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা যায়, আর সে কারণেই সম্বিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় বরাবরই অ্য়াক্টিভ সম্বিত। বৃহস্পতিবার একাধিক টুইটও করেছেন তিনি।

আরও পড়ুন: Coronavirus India LIVE Updates: ভারতে করোনা আক্রান্ত ১ লক্ষ ৫৮ হাজার, নতুন করে আক্রান্ত ৬৫০০

Advertisment

সম্বিত পাত্রের দ্রুত আরোগ্য় কামনা করে টুইট করেছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি লিখেছেন, 'সম্বিতজির দ্রুত আরোগ্য় কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ফিরুন''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus