Narendra Modi: নরেন্দ্র মোদি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে জাতির সেবা করেছেন। সম্প্রতি এই মন্তব্য করে বেজায় ব্যাঙ্গের মুখে পড়লেন বিজেপি সাংসদ সুশীল মোদি। নেট দুনিয়া তাঁকে পড়াশোনা করে তবেই দাবিসনদ পেশ করতে পরামর্শ দিয়েছেন। ঠিক কী বলেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপির বর্তমান সাংসদ? সম্প্রতি এই দলীয় সভায় সুশীল মোদি দাবি করেন, ‘নরেন্দ্র মোদি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী হিসেবেও জাতির সেবা করেছে। এই রেকর্ড অন্য কোনও প্রধানমন্ত্রীর নেই। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছর আর দেশের প্রধানমন্ত্রী হিসেবে ৭ বছর তিনি দেশের কাজ করে চলেছেন।‘
সুশীল মোদির এই দাবি ঘিরেই সোচ্চার হয় নেট দুনিয়া। রীতিমতো তথ্য তুলে ধরে মোদির দাবি নস্যাত করেন নেটিজেনরা। তাঁদের দাবি, ‘দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি আগে মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর আগে মোররাজি দেশাই, চৌধুরী চরণ সিং, ভিপি সিং, নরসিমহা রাও এবং এইচডি দেবগৌড়া মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।‘
কিছু ইতিহাস পড়ুন! এই ভাষাতেই কটাক্ষ ছুঁড়েছে নেট দুনিয়া। কেউ আবার হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট খোঁচা দিয়েছে সুশীল মোদিকে। আপনার সাধারণ জ্ঞান খুব খারাপ, এই কটাক্ষও তাঁর দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন