ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তান। সোমবার পাকিস্তানের পেশোয়ার শহরের একটি হাসপাতালের কাছে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় এক নিরাপত্তা কর্মী নিহত, চার আধাসামরিক কর্মী সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আরশাদ খান বলেছেন, 'প্রাথমিক তদন্তে জানা গেছে যে বিস্ফোরণের ফলে পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা এবং তিনজন সাধারণ মানুষ আহত হয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে জঙ্গিরা আইইডি হামলা চালিয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্তে শুরু করেছে'।
সিটি পুলিশ প্রধান আশফাক আনোয়ার বলেন, 'প্রাথমিক রিপোর্টে এটি একটি আত্মঘাতী বিস্ফোরণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। মনে হচ্ছে বিস্ফোরকটি রাস্তার পাশে কোথাও পুঁতে রাখা হয়েছিল'। পাকিস্তান প্রতিদিনই সন্ত্রাসবাদী হামলার শিকার হচ্ছে। গত সপ্তাহে, জঙ্গি হামলায় চার পাকিস্তানি সেনা নিহত হয়।