Advertisment

জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণ, কেঁপে উঠল ঘণ্টা ঘর

গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দুটি বিস্ফোরণ ঘটল। এরআগের বিস্ফোরণটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের গাগরাণ পুলিশ ক্যাম্পে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ন্যাশানাল কনফারেন্সের সদর দফতর এবং অল ইন্ডিয়া রেডিও-র স্থানীয় অফিসের থেকে ১০০ মিটারের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ছবি: আদিল আখজর।

বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীনগরের লালচক এলাকার ঘণ্টা ঘর। সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই নিয়ে দুটি বিস্ফোরণ ঘটল। এরআগের বিস্ফোরণটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের গাগরাণ পুলিশ ক্যাম্পে। জানা যাচ্ছে, ক্যাম্পটিতে গ্রেনেড হামলা করা হয়েছে। এএনআই-এর খবর অনুযায়ী, এই বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা শূন্য।

Advertisment

publive-image শুক্রবার সকালে লাল চক। ছবি: আদিল আখজর।

আরও পড়ুন- বিএসএফে নিম্নমানের খাবার নিয়ে ‘বিদ্রোহী’ জওয়ানের ছেলের দেহ উদ্ধার

বৃহস্পতিবার জিরো ব্রিজ এলাকায় নিরপত্তারক্ষীদের উপর এই আক্রমণে ৩ ট্রাফিক পুলিশ আহত হয়েছেন। ন্যাশানাল কনফারেন্সের সদর দফতর এবং অল ইন্ডিয়া রেডিও-র স্থানীয় অফিসের থেকে ১০০ মিটারের মধ্যে বিস্ফোরণটি ঘটানো হয়েছিল। সাধারণতন্ত্র দিবসের মাত্র দশ দিন আগে এমন আক্রমণকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

Read the full story in English

jammu and kashmir bomb blast
Advertisment