Advertisment

জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলায় মৃত বেড়ে ২

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে ১৭ বছরের এক নাবালক। হরিদ্বারের বাসিন্দা মহম্মদ শারিক জম্মুতে কাজ করত। আরেক মৃত মহম্মদ রিয়াজ(৩২) অনন্তনাগের বাসিন্দা বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu, জম্মু

জম্মু বাস স্ট্যান্ডে বুকিং কাউন্টারের কাছে গ্রেনেড হামলা হয়। ছবি: টুইটার।

জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলায় মৃত বেড়ে ২। বৃহস্পতিবার সকালে জম্মু বাস স্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণে জখম আরও ৩২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে ১৭ বছরের এক নাবালক। হরিদ্বারের বাসিন্দা মহম্মদ শারিক জম্মুতে কাজ করত। আরেক মৃত মহম্মদ রিয়াজ(৩২) অনন্তনাগের বাসিন্দা বলে জানা গিয়েছে। জম্মু বাস স্ট্যান্ডে বুকিং কাউন্টারের কাছে গ্রেনেড হামলাটি ঘটানো হয়েছে। জখমদের তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয়। স্ট্যান্ডে একটি বাসের মধ্যে গ্রেনেড রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisment

অন্যদিকে, গ্রেনেড হামলায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে।

জম্মুর আইজি এম কে সিনহা গ্রেনেড হামলার কথা জানিয়েছেন। তিনি বলেন, ওই এলাকায় জঙ্গি হামলা হতে পারে, এ নিয়ে আগাম গোয়েন্দা সতর্কতা ছিল না।

সূত্র মারফৎ জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ গ্রেনেড হামলাটি চালানো হয়। বাস স্ট্যান্ডে বুকিং কাউন্টারের সামনের ওই এলাকায় সে সময় খুব একটা ভিড় ছিল না।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর এখনও জানা যায়নি। বাস স্ট্যান্ডের কাছেই জনবহুল বাজার রয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে কোনও বিস্ফোরণের ঘটনা ঘটল।

Read the full story in English

jammu and kashmir
Advertisment