রবিবার সকালে বেঙ্গালুরুর বিধায়ক মুনিরত্ন নাইডুর বাসভবনের সামনে এক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল সোয়া নটার সময় বেঙ্গালুরুর ভ্যালিকভলে বিধায়কের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে কারা এই বিস্ফোরণ ঘটাল, সেই ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার টি সুনীল কুমার বিস্ফোরণে নিহত ব্যক্তিকে সনাক্ত করেছে। নিহত ব্যক্তির নাম ভেঙ্কটেশ (৪৫), পেশায় ধোপা। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের এক দল এসে পৌঁছেছে বলে জানিয়েছেন সুনীল কুমার।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল, যে নিহতের দেহ একেবারে গলে গিয়েছে। বিধায়কের বাড়ির পার্কিং-এর সামনেই বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন, গুহায় রাত কাটিয়ে পুজো দিলেন নরেন্দ্র মোদী
২০১৮ সালের মে মাসে রাজরাজেশ্বরী নগর থেকে উপনির্বাচন লড়ে ২৫ হাজার ভোটে জয়ী হন মুনিরত্ন জালাহালির বাসভবন থেকে ৯০০০ ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হওয়ার পর অভিযোগ ওঠে এই বিধায়কের বিরুদ্ধেও।
এই মুহূর্তে বড় বাজেটের ছবি কুরুক্ষেত্র প্রযোজনা করছেন মুনিরত্ন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই দেশ জুড়ে নানা ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা।
সবিস্তারে আসছে...
Read the full story in English