আসামের উদলগুড়িতে ট্রেনে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধে ৭ টার সামান্য কিছুক্ষণ পরে এই বিস্ফোরণ ঘটে। সংবাদসংস্থা পিটিআই এখবর জানিয়েছে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের এক মুখপাত্র জানিয়েছেন, হরিসিঙ্গা রেলস্টেশনের কাছে কামাখ্যা-ডেকরাগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় এই বিস্ফোরণ হয়।
গুয়াহাটি থেকে ৯৫ কিলোমিটার দূরত্বে এই বিস্ফোরণের খবর পাওয়ামাত্র রেল ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলের দিকে ছুটে গেছেন। এ ঘটনায় যে তিনজন আহত হয়েছেন, তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে। গ্রেনেড হামলা থেকে হয়েছে নাকি আইডি বিস্ফোরণ সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
রাত পৌনে দশটা নাগাদ উত্তর পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জে কে শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরায় এই বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণের অভিঘাত সামান্যই ছিল বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। আহত তিনজনের মধ্যে ২ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গিয়েছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এঁরা হলেন, নবজিৎ দাস এবং ক্ষীরোদ বরা।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি হেল্পলাইনও খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর: ০৩৬২১-২৪৪২৭৯।