Advertisment

গাজায় হামলার বদলায় দিল্লিতে ইজরায়েলি দূতাবাস উড়িয়ে দেওয়ার ছক? নেপথ্যে কারা?

ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভিতে ধরা পড়েছে ২ সন্দেহভাজনের ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
israel, israel embassy new delhi blast, explosion, israel hamas war, gaza, gaza attack, ceasefire"

ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভিতে ধরা পড়েছে ২ সন্দেহভাজনের ছবি।

ইজরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভিতে ধরা পড়েছে ২ সন্দেহভাজনের ছবি। বিস্ফোরণস্থলের কাছ থেকেই উদ্ধার 'হুমকি' চিঠি।

Advertisment

মঙ্গলবার নয়াদিল্লিতে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে ইজরায়েলি দূতাবাস সংলগ্ন এলাকা। বিস্ফোরণস্থলের কাছ থেকে পুলিশ গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের সমালোচনামূলক একটি চিঠি উদ্ধার করেছে।

দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনার পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। যদিও এই হামলায় কোনো হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর বিস্ফোরণস্থলের কাছে সিসিটিভি ফুটেজে দুই সন্দেহভাজনের ছবি সামনে এসেছে এবং তাদের গতিবিধি ট্র্যাক করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি বিস্ফোরণ স্থলের পাশেই উদ্ধার করা হয়েছে একটি হুমকি চিঠিও।

চিঠিতে গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে এই ঘটনাকে তারই 'প্রতিশোধ' বলে উল্লেখ করা হয়েছে। "স্যার আল্লাহ রেজিস্ট্যান্স" নামের এক গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিস্ফোরণের তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

ইসরায়েল দূতাবাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তদন্ত চলছে। মঙ্গলবার সন্ধ্যায় দূতাবাসের মুখপাত্র গাই নির বলেছেন, "আমরা নিশ্চিত করতে পারি যে বিকেল ৫টা নাগাদ দূতাবাসের কাছাকাছি একটি বিস্ফোরণ হয়। দিল্লি পুলিশ এবং তদন্তকারি সংস্থা এখন গোটা বিষয়টির তদন্ত করছে।" এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হয়নি।

বিশেষজ্ঞরা ‘রাসায়নিক বিস্ফোরণের’ সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এর একটি দলও ঘটনাস্থল পৌঁছে এলাকা পরীক্ষা করেছে।

ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইজরায়েলি কর্তৃপক্ষ সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত। ঘটনার পর, ভারতে দূতাবাস এবং অন্যান্য সকল দূতাবাসের চারপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

New Delhi Blast
Advertisment