Bengaluru metro: মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, সাসপেণ্ড নিরাপত্তা কর্মী

গোটা ঘটনার ভিডিও করে তা ইমেলের মারফতে মেট্রো কর্তৃপক্ষকে জানান ওই মহিলা।

গোটা ঘটনার ভিডিও করে তা ইমেলের মারফতে মেট্রো কর্তৃপক্ষকে জানান ওই মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
BMRCL suspended security staff masturbation

বিএমআরসিএল এক বিবৃতিতে বলেছে, “জালাহাল্লি ঘটনার অভিযোগের প্রতিক্রিয়ায়, বিশদ তদন্তের জন্য উল্লিখিত নিরাপত্তা প্রহরীকে সাসপেন্ড করা হয়েছে। "(ফাইল)

মেট্রো স্টেশনে মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণ। কুরুচিকর অঙ্গভঙ্গীর গুরুতর অভিযোগ মেট্রোরই এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও করে তা ইমেলের মারফতে মেট্রো কর্তৃপক্ষকে জানান ওই মহিলা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানান ওই মহিলা যাত্রী। এরপরই অ্যাকশনে নামে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। ইতিমধ্যে ওই নিরাপত্তা কর্মীকে সাসপেণ্ড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisment

জালাহাল্লি মেট্রো স্টেশনেই মহিলা যাত্রীর সামনে 'হস্তমৈথুন'। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়ে একটি পোস্টও করেন ওই মহিলা। সেই সঙ্গে একটি ইমেলে ঘটনায় বিস্তারিত বিররণ পেশ করে মেট্রো কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় সেই পোস্ট। আর এর পরেই ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আওয়াজ উঠতে শুরু করে। এর পরই বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে। সেই সঙ্গে জানিয়েছেন মহিলাদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিএমআরসিএল।

Advertisment

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। বিএমআরসিএল জানিয়েছে যে ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থে অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতেই ওই নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ। মঙ্গলবার মহিলা ঘটনাটি সম্পর্কে পুলিশকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

bengaluru Metro