Assam Boat Tragedy: অসমের ব্রহ্মপুত্র নদীতে অন্তত ১২০ জন যাত্রী-সহ নৌকাডুবি। সেই রাজ্যের জোরহাট জেলার নিমতি ঘাটের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই। জানা গিয়েছে, একটি ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা। অবিলম্বে দুর্গত যাত্রীদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোরহাট, মাজুলি প্রশাসন এবং রাজ্যের মন্ত্রী বিমল বরাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দুর্গতদের উদ্ধারে হাত লাগিয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।
পাশাপাশি এই দুর্ঘটনায় মর্মাহত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ট্যুইট, ‘নিমতি ঘাটের নৌকাডুবির ঘটনায় আমি মর্মাহত। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে জোরহাট এবং মাজুলি জেলা প্রশাসন উদ্ধারকাজে হাত লাগিয়েছে। মন্ত্রী বিমল বরাকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ তদারকি করতে বলা হয়েছে।‘
এই দুর্ঘটনায় মর্মাহত প্রধানমন্ত্রীও অসম সরকারের পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট করেছেন। তিনি লেখেন, ‘দুর্গতদের নিরাপদে উদ্ধার কামনা করি। অসমের নৌকাডুবিতে আমি মর্মাহত। উদ্ধারকাজ শুরু করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।‘
এদিকে, কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অপরদিকে, জাহাজ মন্ত্রকের তরফে সাহায্যের প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। মন্ত্রকের উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতেও নির্দেশ দিয়েছে তিনি।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত নৌকা মা কমলা নিমতি ঘাঁট থেকে মাজুলি যাচ্ছিল, সেই সময় উলটো পথে আসা ত্রিপকাই ফেরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধলেই এই দুর্ঘটনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন