Advertisment

Gujarat Boat Tragedy: স্কুল পিকনিকে মর্মান্তিক দুর্ঘটনা, নৌকা উল্টে মৃত্যু ১২ পড়ুয়ার, হাহাকার....!

ঘটনার সময় নৌকায় ২৭ জন শিক্ষার্থীসহ চার শিক্ষক ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
rescue operation currently underway at Harni lake in Vadodara where a boat carrying school children, who were on a picnic, overturned on Thursday evening

ভাদোদরার হারনি হ্রদে বর্তমানে উদ্ধার অভিযান চলছে যেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্কুলের বাচ্চাদের বহনকারী একটি নৌকা, যারা পিকনিকে গিয়েছিল, উল্টে যায়। (এক্সপ্রেস ছবি ভূপেন্দ্র রানা)

বৃহস্পতিবার স্কুল পিকনিকের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নৌকা উল্টে মৃত্যু হল কমপক্ষে ১২ পড়ুয়ার। সেই সঙ্গে দুর্ঘটনায় ২ শিক্ষকেরও মৃত্যু হয়েছে।

Advertisment

গুজরাটের ভাদোদরায় বিরাট দুর্ঘটনা। হারনি লেকে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে ১২ পড়ুয়া সহ মোট ১৪ জনের। ঘটনার সময় নৌকায় ২৭ জন শিক্ষার্থীসহ চার শিক্ষক উপস্থিত ছিলেন। ঘটনার পর উদ্ধার অভিযানে নামে ডুবুরি ও দমকল বাহিনী।

পড়ুয়া লাইফ জ্যাকেট না পরাতেই ঘটে গিয়েছে বড়সড় বিপত্তি। ভাদোদরার জেলাশাসক এবি গৌর জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে, ভাদোদরা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাঃ শীতল মিস্ত্রি বলেছেন যে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মিস্ত্রি বলেন, এই মুহূর্তে সুষ্ঠ ভাবে উদ্ধার অভিযান চালানো আমাদের অগ্রাধিকার।

হারনি লেকে নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালেক্টর এবি গৌর এবং পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিক তদন্তে ভাদোদরা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের গাফিলতির বিষয়টি সামনে এসেছে। দুর্ঘটনার পর উদ্ধার হওয়া ছাত্র-শিক্ষকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে নৌকাটিতে ১৬ জন যাত্রী বহন ক্ষমতা থাকলেও তাতে পড়ুয়া শিক্ষক মিলিয়ে মোট ৩৪ জন যাত্রী উঠেছিলেন।

রাম মন্দির: < Ram Lalla idol: গর্ভগৃহে স্থাপন করা হল রামলালার ৫১ ইঞ্চির মূর্তি, আয়োজন বিশেষ যজ্ঞ অনুষ্ঠানের >

রাতে জারি করা একটি আদেশে, রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ ভাদোদরা জেলা শাসকের নেতৃত্বে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। সরকার ১০ দিনের মধ্যে এই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি।

Vadodara
দুর্ঘটনার পরের ছবি। (এক্সপ্রেস ছবি ভূপেন্দ্র রানা)
accident gujrat
Advertisment