বিজেপি সাংসদের বাসভবন থেকে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার, তুমুল চাঞ্চল্য  

পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Assam. BJP,BJP MP,BJP,Assam, death at bjp mp residence, bjp mp from silchar, bjp mp rajdeep roy, assam bjp mp, boy found dead at bjp mp house, dead body at bjp mp house, bjp mp house help boy died, bjp mp maid son died, death in bjp mp house, bou hang in bjp mp house,,

বিজেপি সাংসদের বাসভবন থেকে উদ্ধার বছর দশেকের নাবালকের ঝুলন্ত দেহ । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে মৃত কিশোরের মা বিজেপি সাংসদ রায়ের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।  পুলিশ শিশুটির  মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisment

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অসমের বিজেপি সাংসদ রাজদীপ রায়ের শিলচলের বাসভবন থেকে এক নাবালক  বালকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ছড়ায় তীব্র চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে ছেলেটির বয়স মাত্র ১০ বছর। সে তার মা ও বোনের সঙ্গে সেই বাসভবনেই থাকত। ইতিমধ্যেই ছেলেটির মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শিলচল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে বিজেপি সাংসদ রাজদীপ রায় সংবাদমাধ্যমকে বলেন, যে ঘরে ছেলেটির মৃতদেহ পাওয়া গেছে সেটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। বিজেপি সাংসদ বলেছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নাবালক ছেলেটি। বাসভবনের দায়িত্বে থাকা কর্মীরা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ তালা ভেঙে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে  ঘোষণা করেন।

Advertisment

বিজেপি সাংসদ রাজদীপ আরও বলেছেন, এসপি নুমাল মাহাত্তাকে ফোন করেছি এবং পুলিশকে তদন্তের জন্য যথাযথ এসওপি মেনে চলার পরামর্শ দিয়েছি। কাছাড় জেলার অতিরিক্ত এসপি সুব্রত সেন ফোনে এএনআইকে জানিয়েছেন যে দেহের ময়নাতদন্ত চলছে। রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  

bjp