Divya Pahuja Murder: গুরগাঁওয়ে গুলিবিদ্ধ, হরিয়ানার খাল থেকে উদ্ধার মডেল দিব্যা পাহুজার মৃতদেহ

বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলরাজ।

বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলরাজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Divya Pahuja dead body recovered

২৭ বছর বয়সী প্রাক্তন মডেল দিব্যা পাহুজাকে গত সপ্তাহে একটি হোটেলের ঘরে গুলি করে হত্যা করা হয়। (ফাইল ছবি)

সাতাশ বছর বয়সী মডেল দিব্যা পাহুজাকে গত সপ্তাহে গুরুগ্রামের একটি হোটেলে গুলি করে খুন করা হয়, দীর্ঘদিন দেহ গায়েব থাকার পর মডেল দিব্যা পাহুজার নিখোঁজ দেহ উদ্ধার করল পুলিশ। দিব্যা হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত বলরাজ গিল। দীর্ঘ দিন পলাতক থাকার পর বৃহস্পতিবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বলরাজ। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Advertisment

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলরাজ পুলিশকে জানিয়েছেন, গত ২ জানুয়ারি দিব্যাকে খুনের পর অভিজিৎ তাঁকে ১০ লক্ষ টাকার পরিবর্তে মৃতদেহ গায়েব করার দায়িত্ব দেন। এর পর দিন বলরাজ এবং তাঁর এক বন্ধু রবি বাঙ্গা দিব্যার দেহ পটীয়ালার একটি খালে ফেলে দিয়ে আসেন। বলরাজের স্বীকারোক্তির পর পুলিশ দেহ উদ্ধারে আসরে নামে। অবশেষে মডেল দিব্যা পাহুজার মৃতদেহ হরিয়ানার একটি খাল থেকে পুলিশ উদ্ধার করে। দিব্যা পাহুজার বোন নয়না পাহুজা তার পিঠের ট্যাটু থেকে মৃতদেহ শনাক্ত করেছেন। গুরগাঁও পুলিশের ডিসিপি ক্রাইম বিজয় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

গুরগাঁও পুলিশ জানিয়েছে, দিব্যার পরিবার ২ জানুয়ারি দিব্যার নিখোঁজ ডায়েরি রিপোর্ট করে। দিব্যা পরিবারকে জানিয়েছিলেন তিনি তার বর্তমান প্রেমিক এবং হোটেল মালিক অভিজিতের সঙ্গে নববর্ষের দিনে বেড়াতে গিয়েছিলেন। ১ লা জানুয়ারি থেকে ২রা জানুয়ারির মধ্যে, দিব্যা তার পরিবারের সঙ্গে ২-১ বার ফোনে কথাও বলেন।

model death