Advertisment

'মৃতদেহ বেশি জায়গা নেয় বিমানে', নিহত পড়ুয়ার দেহ ফেরানো নিয়ে মন্তব্য বিজেপি বিধায়কের

গোটা দেশ যখন তাঁর মৃত্যুতে শোকার্ত, তখনই বিতর্কিত মন্তব্য করে নিন্দার মুখে পড়লেন কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
Body takes up more space on flight, says Karnataka MLA on repatriating Naveen’s remains

অরবিন্দ বেল্লাড় নবীনের দেহ দেশে ফেরানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

রুশ হামলার জেরে বিপর্যস্ত ইউক্রেন। কয়েক হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া ইউক্রেনে পড়তে গিয়ে বিপদের মুখে পড়েছেন। এরকমই একজন কর্ণাটকের নবীন শেখরাপ্পা খাবার কিনতে গিয়ে খারকিভে রুশ হামলায় মারা গিয়েছেন। গোটা দেশ যখন তাঁর মৃত্যুতে শোকার্ত, তখনই বিতর্কিত মন্তব্য করে নিন্দার মুখে পড়লেন কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড়।

Advertisment

কী বলেছেন বিজেপি বিধায়ক?

২১ বছরের এমবিবিএস চতুর্থ বর্ষের পড়ুয়া নবীনের নিহত হওয়ার খবরে গোটা হাভেরি জেলা শোকে ভেঙে পড়েছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানে অরবিন্দ বেল্লাড় নবীনের দেহ দেশে ফেরানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ধারওয়াড়ে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুবলি-ধারওয়াড়ের বিধায়ক বলেছেন, "সরকার সবরকম চেষ্টা করছে নবীনের দেহ দেশে ফেরানোর জন্য। ইউক্রেনে এখন যুদ্ধ হচ্ছে। সেটাই সবাই জানে। সবরকম চেষ্টা হচ্ছে। সম্ভব হলে দেহ ফেরানো হবে।"

এর পরই তিনি বলেন, "যাঁরা বেঁচে রয়েছেন তাঁদেরই দেশে ফেরানো চাপ হয়ে যাচ্ছে। মৃতদেহ ফেরানো আরও সমস্যার কারণ দেহ বিমানে বেশি জায়গা নিয়ে নেয়। একটা মৃতদেহ যেটুকু জায়গা নেবে সেখানে সহজেই ৮-১০ জনকে বসিয়ে আনা যাবে।" তাঁর এই মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে। রুশ হামলায় মৃত ভারতীয় পড়ুয়ারা প্রতি এমন মন্তব্যে নিন্দা জানিয়েছেন সবাই।

আরও পড়ুন অসহায়ের ত্রাতা, ইউক্রেনে ক্ষুধার্তের পাশে ভারতীয়, কুর্নিশ বিশ্ববাসীর

শুধু তিনি নন, সম্প্রতি কেন্দ্রীয় আইন এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, ভারতে মেডিক্যাল পরীক্ষায় কৃতকার্য হতে পারে না পড়ুয়ারা। তিনি বলেছিলেন, ৯০ শতাংশ ভারতীয় পড়ুয়া যাঁরা বিদেশে মেডিক্যাল নিয়ে পড়েন তাঁরা ভারতে পরীক্ষায় পাশ করতে পারেন না। তাই কেন তাঁরা বাইরে পড়তে যাচ্ছেন তা এখন আলোচনার বিষয় নয়। এই মন্তব্যের জেরে জোশীকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।

bjp karnataka Ukraine Crisis Naveen Shekharappa Gyanagoudar
Advertisment