দিল্লির প্রায় শতাধিক স্কুলে বোমাতঙ্ক। খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। ইতিমধ্যেই স্কুলগুলি খালি করে তল্লাশি চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলেই জানা গিয়েছে। এই বিষয়ে তথ্য দিয়ে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, 'দিল্লি-নয়ডার প্রায় শতাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি'।
জানা গিয়েছে, চাণক্যপুরীর সংস্কৃত স্কুল, ময়ূর বিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল রয়েছে এই তালিকায়। ইমেলের মাধ্যমে হুমকি আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। দ্রুত বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পড়ুয়াদের। বোমা হামলার হুমকি পাওয়ার পর বুধবার সকালে দিল্লি জুড়ে প্রায় শতাধিক স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, 'যে স্কুলগুলিকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেখানে, বম্ব ডিসপোসাল স্কোয়াড, দমকল বিভাগের আধিকারিকদের পাঠানো হয়েছে এবং তল্লাশি চালানো হয়েছে'। জানা গিয়েছে ভোর ৪টে নাগাদ দিকে এই স্কুলগুলির অফিসিয়াল ইমেল আইডিতে ইমেল করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। একই ইমেল আইডি থেকেই একাধিক স্কুলে ইমেল করা করেছে বলেই প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ।
এর আগে গত ২ দিনে একাধিক বিমানবন্দরেও বোমা হামলার হুমকি আসে। সোমবার বেশ কয়েকটি হাসপাতালও একই ধরনের হুমকি মেইল আসে। এই বিষয়ে প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 'প্রাথিমক ভাবে জানা গিয়েছে ইমেলগুলি রাশিয়া থেকে পাঠানো হয়েছে। সমস্ত কেন্দ্রীয় সংস্থা দিল্লি পুলিশের পাশাপাশি নয়ডা পুলিশও এই বিষয়ে তদন্তে নেমেছে। এছাড়াও জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) বোমা হামলা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে'।
বোমা হামলার হুমকি পেয়েই স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্কুল চত্বর খালি করে। স্কুল ভবনে তল্লাশি চালানো হয়। নয়ডার ডিপিএস স্কুলে বোমার হুমকির খবর প্রসঙ্গে উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিআইজি (আইজি) শিবহারি মীনা বলেন, "ডিপিএস নয়ডায় ইমেলের মাধ্যমে বোমার হুমকি পাওয়া গেছে। এর পরে নয়ডা পুলিশের বিশেষ দল, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে। পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠানো হয়েছে, যদিও স্কুলে সন্দেহজনক কিছুই মেলেনি"।
একাধিক বোমার হুমকি পাওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য দিয়ে দিল্লি সরকারের মন্ত্রী আতিশি বলেছেন, "আজ সকালে কিছু স্কুলে বোমার হুমকি পাওয়া গেছে। সেখান থেকে পড়ুয়াদের সরিয়ে দেওয়া হয়েছে এবং দিল্লি পুলিশ সেই জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছে"।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, "আমি আজকের এই ঘটনা নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং দিল্লির স্কুলে বোমা হামলার বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছি। দিল্লি পুলিশকে স্কুল চত্বরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে বলা হয়েছে৷ অপরাধীদের শনাক্ত করার পাশাপাশি আমি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আবেদন জানাচ্ছি"।