scorecardresearch

বড় খবর

বিমানে বোমাতঙ্ক, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ মুম্বইগামী উড়ানের

উড়ানের কয়েক মিনিট পরেই এক মহিলা যাত্রীর বিমান কর্মীকে জানান তাঁর কাছে বোমা রয়েছে।

Bomb Threat in Flight
ফাইল ছবি

বোমা রয়েছে বিমানে, এ খবর পেয়ে আকাশে ওড়ার পর জরুরি ভিত্তিতে কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরে অবতরণ করল কলকাতা থেকে মুম্বইগামী বিমান। এয়ার এশিয়া সংস্থার ওই বিমানের এক যাত্রীই এই হুমকি দেন।

শনিবার রাত দশটা নাগাদ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেয় ওই বিমানটি। উড়ানের কয়েক মিনিট পরেই এক মহিলা যাত্রীর বিমান কর্মীকে জানান তাঁর কাছে বোমা রয়েছে। এর পরেই বিমানের তরফ থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি)-কে বিষয়টি জানিয়ে কলকাতা বিমান বন্দরে ফেরত আসার কথা বলা হয়।

রাত ১১টা নাগাদ এটিসি আপৎকালীন পরিস্থিতি ঘোষণা করে। বিমানটিকে বিচ্ছিন্ন একটি জায়গায় নামার বন্দোবস্ত করা হয় বলে জানা গিয়েছে।

সিআইএসএফ এই মহিলাকে গ্রেফতার করে তাঁকে ব্যারাকপুর আদালতে নিয়ে যায়। মহিলার মানসিক ভারসাম্য স্থির নেই বলে জানা গিয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Bomb threat flight emergency landing kolkata airport