Air India Flight Bomb Threat: এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক। চূড়ান্ত চাঞ্চল্য তিরুবনন্তপুরম বিমানবন্দরে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুম্বই থেকে কেরলগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার সতর্কতা পাওয়ার পর বৃহস্পতিবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয় হাই অ্যালার্ট। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত আতঙ্ক।
মুম্বই থেকে কেরলগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! তিরুবনন্তপুরম বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বৃহস্পতিবার (২২ আগস্ট) মুম্বই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা রাখার খবর মেলা মাত্রই তিরুবনন্তপুরম বিমানবন্দরে জারি করা হয় হাই অ্যালার্ট। যাত্রীদের তড়িঘড়ি বিমান থেকে নিরাপদে নামিয়ে নিয়ে আসা হয়। বোমাতঙ্কের জেরে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার একটি বিমান তিরুবনন্তপুরম বিমানবন্দরে সফল ভাবে অবতরণ করেছে। বোমাতঙ্কের জেরে বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বিমানটিতে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বিমানটিতে এই মুহূর্তে চলছে তল্লাশি। মুম্বই থেকে তিরুবনন্তপুরমগামী বিমানের পাইলট বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিমানে বোমা থাকার বিষয়ে সতর্ক করেন বলে জানা গিয়েছে। এরপরই বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়। জানা গিয়েছে বিমানে মোট ১৩৫ জন যাত্রী ছিলেন। তিরুবনন্তপুরম বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের কাজেও কোনো প্রভাব পড়েনি।
এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, "২২ শে আগস্ট, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI657 এ বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে । বিমানটি নিরাপদে তিরুবনন্তপুরমে অবতরণ করেছে। সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বারদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে"।