/indian-express-bangla/media/media_files/2024/12/03/6QOW5E7JRw4EyrxoP3Yb.jpg)
Agra Taj Mahal Bomb Threat News: বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি! থ্রেট কলের জেরে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক।
ভয়াবহ বোমা হামলায় উড়িয়ে দেওয়া হবে তাজমহল! এমনই হুমকি পেয়ে নাভিশ্বাস উঠেছে যোগী প্রশাসনের। আগ্রার পাশাপাশি গোটা উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এদিকে থ্রেট কল পেয়েই আসরে নেমেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগ।
ইমেইলের মাধ্যমে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি। এসিপি তাজ সিকিউরিটি সৈয়দ আরিব আহমেদ বলেন, পর্যটন বিভাগ এই বিষয়ে একতি ইমেইল পেয়েছে। তার ভিত্তিতে তাজগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এই পাসওয়ার্ড সহজেই হ্যাক করে সাইবার অপরাধীরা, আপনার ফোনে এটা সেট নেই তো?
পুরো ব্যাপারটা কী?
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা বেড়েছে। তবে হুমকির অধিকাংশই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। তবে তাজমহল একটি বিশ্ব বিখ্যাত ঐতিহ্য এবং তাজমহলকে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
Uttar Pradesh | Taj Mahal in Agra received a bomb threat via email today
— ANI (@ANI) December 3, 2024
ACP Taj Security Syed Areeb Ahmed says, "Tourism department received the email. Based on that, a case is being registered at Tajganj police station. Further investigation is being done..."
(Pics: ACP Taj… pic.twitter.com/1lw3E34dOM
ইমেল পাওয়ার পরই তাজমহলের ভিতর ও বাইরে চলে তল্লাশি। সিআইএসএফ জওয়ানরা তাজমহলের ভিতরে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছেন। এবং আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু উদ্ধার হয়নি।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিরাট পুলিশ বাহিনী তাজমহলের সামনে মোতায়েন করা হয়েছে এবং কোন আইপি আড্রেস থেকে মেল পাঠানো হয়েছে তাও খতিয়ে দেখার কাজ চলছে। এদিন সকালে বোমা হামলার হুমকি পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী টিমের সদস্যরা। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি।