Advertisment

১২ বছরেই সন্তানসম্ভবা! হাইকোর্টে মঞ্জুর কিশোরীর গর্ভপাতের আবেদন

Bombay High Court: যৌন নিগ্রহের শিকার সেই কিশোরীর গর্ভস্থ ভ্রুণের বয়স ২০ সপ্তাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan Hogh Court, Live-in, Illicit Relationship

প্রতীকী ছবি।

Bombay High Court: এক কিশোরীর গর্ভপাতে সম্মতি দিল বোম্বে হাইকোর্ট। সোমবার আদালত জানিয়েছে, সেই কিশোরীর মানসিক অবস্থা বিচার করেই এই সিদ্ধান্ত। যৌন নিগ্রহের শিকার সেই কিশোরীর গর্ভস্থ ভ্রুণের বয়স ২০ সপ্তাহ। এমনটাই চিকিৎসকরা জানিয়েছেন আদালতকে। তাও ঝুকি থাকলেও সেই কিশোরীর গর্ভপাতে সম্মতি দিয়েছে আদালত।

Advertisment

এই বিষয়ে হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ বলেছে, এই বয়সে মাতৃত্বের স্বাদ গ্রহণের মতো অবস্থায় নেই সেই কিশোরী। পূর্ণ গর্ভ ধারণে প্রভাবিত হতে পারে তার মানসিক স্থিতি। এ প্রসঙ্গে বোম্বে হাইকোর্টের ২০১৯ সালের এক রায়ের প্রসঙ্গ উলেখ করেছে বেঞ্চ।

সেই রায়ে বলা, গর্ভ ধারণ যদি মায়ের মানসিক স্থিতি নষ্ট করে, তাহলে সেই গর্ভ ধারণ মৌলিক অধিকার লঙ্ঘন করে। সেক্ষেত্রে ২০ সপ্তাহ পার করলেও গর্ভপাত সম্ভব।

হাইকোর্ট বলেছে, সন্তান ধারণের ইচ্ছা, শারীরিক ও মানসিক স্থিতি নষ্ট হওয়া মানে মর্যাদা নষ্ট হওয়া।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment