Advertisment

বম্বে হাইকোর্টে স্বস্তি নিকিতা জ্যাকবের, গ্রেফতারি এড়াতে ২১ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর

এই মামলায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন নিকিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুলকিট-কাণ্ডে অন্যতম অভিযুক্ত নিকিতা জ্যাকবকে ২১ দিনের জন্য  সস্তি দিল বম্বে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ এই আইনজীবীর তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিন গ্রাহ্য করেছে। এই মামলায় দিল্লি পুলিশের হাতে গ্রেফতারি এড়াতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হয়ে অন্তর্বর্তী জামিনের আবেদন করেন নিকিতা। সেই আবেদনের শুনানিতে এদিন ঔরঙ্গাবাদ বেঞ্চ বলেছে, 'বুধবার থেকে শুরু করে আগামি ২১ দিন পর্যন্ত এই রক্ষাকবচ। এই সময়ের মধ্যে আবেদনকারী সংশ্লিষ্ট আদালতের দ্বারস্থ হয়ে স্বস্তির মেয়াদ বাড়াতে আবেদন করতে পারবেন।'

Advertisment

গতকাল গ্রেটাবার্গ টুলকিট-কাণ্ডে নিকিতা জ্যাকবের জামিন আবেদনে রায়দান স্থগিত রেখেছিল বম্বে হাইকোর্ট। তবে, এর আগে পেশায় ইঞ্জিনিয়ার শান্তনু মুকুলকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন বিচারপতি বিভা কঙ্কনওয়ারি। গ্রেফতারি এড়াতে তাঁর ১০ দিনের জামিন মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যে দিল্লি পুলিশ এই ঘটনায় এই দুই জনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতার করা হয়েছে পরিবেশকর্মী দিশা রবিকে।

দিল্লি পুলিশ জানিয়েছে, কৃষক আন্দোলনের সমর্থনে টুলকিট ডকুমেন্ট তৈরি করেছিলেন নিকিতা জ্যাকব, দিশা রবি আর শান্তনু। সুত্রের খবর, এদের তৈরি করা টুলকিট ট্যুইটারে শেয়ার করে বিতর্ক বাড়িয়েছেন কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। যদিও তাঁর বিরুদ্ধেও। এদিন দিশা রবির গ্রেফতারি বিষয়ে সাংবাদিক বৈঠক করেন দিল্লি পুলিশের সিপি (সাইবার সেল) প্রেম নাথ। তিনি অভিযোগ করেন, ‘দিশা-সহ অন্যদের লক্ষ্য ছিল দেশের ভাবমূর্তি খারাপ করা। ধৃত দিশাই গ্রেটা থুনবার্গকে টেলিগ্রামে সেই টুলকিট পাঠিয়েছিল।‘ এমনকি, ওই তরুণী পরিবেশকর্মী দিশা রবি একটা হোয়াটস গ্রুপ ডিলিট করেছিল। যেটা সে নিজের হাতে বানিয়েছিল। তদন্তে এমনটা উঠে এসেছে। এদিন দাবি করেন প্রেম নাথ।  



এমনকি, প্রাথমিক তদন্তে এই গোটা বিষয়ের সঙ্গে খালিস্তানি যোগ খুঁজে পাওয়া গিয়েছে। ১১ ফেব্রুয়ারি নিকিতার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তারপরের দিন গা ঢাকা দেন নিকিতা। এমনটাও দাবি করেন ওই পুলিশকর্তা। তিনি জানিয়েছেন, খলিস্তান-পন্থী সংগঠন পিজেএফ-এর এক সদস্যা পুনিতের সঙ্গে ১১ জানুয়ারি জুম মিটিং করেন নিকিতা, দিশা আর শান্তনু। এই পুনিত কানাডায় থাকেন।  



দিশার গ্রেফতারির পাশাপাশি নিকিতা আর শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লি পুলিশ।



Greta Thunberg Nikita Jacob Toolkit Case Delhi Police Bombay HC
Advertisment