Advertisment

অর্ণবের অন্তর্বর্তীকালীন জামিন প্রত্যাখ্যান বম্বে হাইকোর্টে, শুক্রবার শুনানি

বিচারপতি এস এস শিন্ডে এবং বিচারপতি এম এস কার্ণিকের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার এই মামলার শুনানি করবেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রিপাবলিক টিভি সম্পাদক-প্রধান অর্ণব গোস্বামীর অন্তর্বতীকালীন জামিনের আবেদন খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। বিচারপতি এস এস শিন্ডে এবং বিচারপতি এম এস কার্ণিকের ডিভিশন বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার এই মামলার শুনানি করবেন তাঁরা এবং সেই মোতাবেক পরবর্তী আদেশ দেবেন।

Advertisment

বিচারপতির বেঞ্চের তরফে অন্তর্বর্তীকালীন জামিনের অনুরোধের অনুলিপি কেন্দ্রীয় সরকারকে দেওয়ার জন্য বলা হয়। অর্ণব গোস্বামীর পক্ষের সিনিয়র কাউন্সেল হরিশ সালভে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন মুক্তি চেয়ে যুক্তি দিয়ে বলেন, "অন্তর্বর্তী জামিনে মুক্তি পেলে মহারাষ্ট্রে কি আকাশ ভেঙে পড়বে? খন নাগরিকের স্বাধীনতা জড়িত থাকে তখন অনেক সময় তাদের মোকাবিলা করতে হয়।"

প্রসঙ্গত, ২০১৮ সালে এক ইন্টিরিয়র ডিজাইনারকে আত্মহত্য়ায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার সাতসকালে অর্ণবের বাড়িতে হানা দেয় পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন অর্ণব। জেল নয়, স্কুলেই বুধবার রাত কাটান এই সাংবাদিক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আলিবাগ জেলের কোভিড ১৯ সেন্টার হিসেবে তৈরি করা হয়েছে একটি স্থানীয় স্কুল। সেখানেই নিশিযাপন করেন অর্ণব।

এদিকে, আত্মহত্যার মামলার তদন্তকে পুরোপুরি অবৈধ বলে অভিহিত করে গোস্বামীর প্রতিনিধিত্বকারী সিনিয়র অ্যাডভোকেট আবাদ পন্ডা বম্বে হাইকোর্টে তাঁর ক্লায়েন্টের জন্য অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন। তিনি বলেন, মামলাটি নতুন করে খোলার পরে নতুন তদন্ত শুরু করা ফৌজদারি আইনের মীমাংসিত নীতির পরিপন্থী। যদিও বিচারপতিদের বেঞ্চের তরফে বলা হয়, "আমাদের রাজ্যকে, অভিযোগকারীকে নোটিশ জারি করতে হবে এবং ছুটির পরে আমরা অন্য কোনও তারিখে মামলাটি শুনব। তবে অন্যান্য প্রতিকারও রয়েছে। আপনি রিমান্ড আদেশ চ্যালেঞ্জ করতে পারেন।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mumbai Bombay HC highcourt Arnab Goswami
Advertisment