Advertisment

'কোনও মামলা নেই', অর্ণব গোস্বামীর বিরুদ্ধে সব অভিযোগ খারিজ বম্বে হাইকোর্টের

মঙ্গলবার আদালতের তরফে বলা হয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ‘তাঁর বিরুদ্ধে কোনও জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না।"

author-image
IE Bangla Web Desk
New Update
চিনা অ্যাপ নিষিদ্ধ করায় ‘ক্ষুব্ধ’ বেজিং-নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন-করোনা ভ্যাকসিনে সাফল্য়ের পথে ভারত বায়োটেক-তাজ হোটেল ওড়ানোর হুমকি

অর্ণব গোস্বামী

পালঘর গণহত্যা এবং বান্দ্রায় পরিযায়ীদের একত্রিত হওয়ার বিষয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রিপাবলিক টিভির এডিটর-ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ওঠা সব মামলা মঙ্গলবার খারিজ করল বোম্বে হাইকোর্ট। অর্ণবের বিরুদ্ধে বলা হয়েছিল উক্ত দুই ঘটনায় তাঁর মন্তব্য হিংসাত্মক এবং বিদ্বেষপূর্ণ।

Advertisment

মঙ্গলবার আদালতের তরফে বলা হয় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ‘তার বিরুদ্ধে কোনও জোরালো পদক্ষেপ নেওয়া যাবে না। 'প্রাথমিকভাবে কোনও মামলা তৈরি হয়নি' অর্ণবের বিরুদ্ধে এবং কোনও অপরাধও প্রমাণ করা যায়নি।

বোম্বে আদালতের তরফে এও বলা হয় সাংবাদিক অর্ণব গোস্বামীর কথায় জনসাধারণের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার কোনও ঘটনাও ঘটেনি। মামলার সেই দিক বিচার করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষা জারি থাকবে।

বিচারপতি উজ্জল ভূঁইয়া ও বিচারপতি রিয়াজ ছাগলার ডিভিশন বেঞ্চ ২২ এপ্রিল এবং ২ মে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআর বাতিল করেন। সম্প্রতি অর্ণব গোস্বামীর দায়ের করা এই রিট পিটিশনের আবেদন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি করেন বিচারপতিরা।

প্রসঙ্গত, পালঘরের গণহত্যাকান্ডে সোনিয়া-যোগ রয়েছে অর্ণবের এমন মন্তব্যর পরই মহারাষ্ট্রের জ্বালানি বিষয়ক মন্ত্রী নীতিন রাউত তাঁর বিরুদ্ধে নাগপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করেন মন্ত্রী। যেখানে দাঙ্গা সৃষ্টির জন্য উস্কানিমূলক মন্তব্য, ধর্ম বা বর্ণের ভিত্তিতে দুটি গোষ্ঠীর মধ্যে শত্রুতার বাতাবরণ তৈরি করা, ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক আচরণের দ্বারা ধর্মীয় অনুভূতিকে আঘাত করা এবং মানহানির কথা উল্লেখ করা হয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment