scorecardresearch

নমাজ চলাকালীন বিষ্ফোরণ, কাবুলে ঝলসে মৃত ১০

আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Jaipur news, dalit boy attacked, Rajasthan dalit boy thrashed, rajasthan dalit boy dies, rajasthan teacher arrested, rajasthan dalit boy attacked, rajasthan dalit boy assaulted, rajasthan dalit hate crimes, rajasthan jalore dalit boy dead, dalit hate crime, rajasthan caste crimes, rajasthan news, indian express
কর্ণাটকে আত্মঘাতী ব্যবসায়ী

বুধবার সন্ধ্যায় কাবুলের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। গতকাল সন্ধ্যায় নমাজ চলাকালীন বিস্ফোরণে কেঁপে ওঠে ওই মসজিদ। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছে বেশ কিছু মহিলা ও শিশুও। আহত কমপক্ষে ২৭।

জানা গিয়েছে কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় নিহত হয়েছে মসজিদের ইমামও। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাশে থাকা একাধিক ভবনের জানলার কাঁচ ভেঙ্গে পড়ে। ঘর-বাড়ি কেঁপে ওঠে।

আরও পড়ুন: [ দানা বাঁধছে আরও একটি নিম্নচাপ, জোরালো বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায় ]

বিস্ফোরণের পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলবাহিনী । সেখান থেকে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের অভিঘাতে বেশ কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোন সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। যদিও স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Bombing at kabul mosque kills 10 including prominent cleric