Advertisment

আফগানিস্তানে বিস্ফোরণে উড়ে গেল মাদ্রাসা, নিহতদের বেশিরভাগই শিশু

ভয়াবহ অবস্থা...

author-image
IE Bangla Web Desk
New Update
bombing of religious school at Afghanistan

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর আফগানিস্তানের ধর্মীয় বিদ্যালয় বা মাদ্রাসা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। মৃতদের মধ্যে বেশিরভাগই স্কুলপড়ুয়ারা।

Advertisment

আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেছেন, আফগানিস্তানের উত্তর সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাকে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। তাঁর কথায়, 'ক্ষমার অযোগ্য এই অপরাধ। যাঁরা এই কাজ করেছে, তাঁদের শাস্তি হবেই। আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তারক্ষীরা ঘাতকদের খুঁজে বার করার চেষ্টা করছে।'

স্থানীয় সময় বেলা পৌনে ১টা নাগাদ বোমা বিস্ফোরণ হয়। সেখানে তখন ছাত্রদের পড়াচ্ছিলেন শিক্ষকরা। বিস্ফোরণের জেরে লন্ডভন্ড হযে যায় মাদ্রাসাটি।

এই বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত কেউ নেয়নি।

২০২১শের আগাস্টে অফগানিস্তানের ক্ষমতায় ফিরেছে তালিবানরা। শান্তিপূর্ণ দেশের আশ্বাস দিয়েছিল শাসকরা। কিন্তু, প্রায়ই আফগানিস্তানে অশান্তির ঘটনা ঘটছে। গত এক বছরের বেশি সময় একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে কাটছে আফগানিস্তানের মানুষের।

Afghanistan
Advertisment