Advertisment

Border clashes between Afghanistan and Pakistan: পাক হানার বদলা, তালেবান তাণ্ডবে নাজেহাল পাকিস্তান, বাড়ছে মৃত্যু

Border clashes between Afghanistan and Pakistan: চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে হাজার হাজার আফগান নাগরিককে সীমান্ত এলাকা থেকে সরে যেতে হয়েছে।পাকিস্তানি সেনাবাহিনী স্বীকার করেছে যে ডুরান্ড লাইনের কাছাকাছি অনেক এলাকায় সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাক হানার বদলা, তালেবান তাণ্ডবে নাজেহাল পাকিস্তান, বাড়ছে মৃত্যু

Border clashes between Afghanistan and Pakistan:আফগানিস্তান ঢুকে ভয়ঙ্কর এয়ারস্ট্রাইক চালিয়েছে পাক সেনা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে পাক হামলার পাল্টা জবাব দিয়েছে তালেবান। পাকিস্তানের হামলার প্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে বলেই জানিয়েছে আফগানিস্তান। রুদ্ধশ্বাস সংঘর্ষে বাড়ছে মৃত্যু। 

Advertisment

চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে হাজার হাজার আফগান নাগরিককে সীমান্ত এলাকা থেকে সরে যেতে হয়েছে।পাকিস্তানি সেনাবাহিনী স্বীকার করেছে যে ডুরান্ড লাইনের কাছাকাছি অনেক এলাকায় সৃষ্টি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। তালেবান হামলায় মাত্র এক জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি পাকিস্তানের।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দুই দেশের মধ্যে থাকা ডুরান্ড লাইনকে কাল্পনিক রেখা বলে অভিহিত করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, '২৮ ডিসেম্বর পাকিস্তানের সেইসব এলাকায় হামলা চালানো হয়েছিল যেখান থেকে আফগান মাটিতে হামলা চালানো হয়।' আফগান সেনারা পাকিস্তানি বাহিনীর অনেক চেকপোস্টও পুড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দশক ধরে ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধ চলছে। আফগানিস্তানের কোনো সরকারই ব্রিটিশদের তৈরি এই সীমান্তরেখা মানে নি। তারা সবসময় এটাকে কাল্পনিক লাইন বলে জানিয়ে এসেছে। সম্প্রতি তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি না যে এটা পাকিস্তানের ভূখণ্ড। এটি একটি কাল্পনিক সীমারেখা মাত্র।

Afganistan Taliban pakistan
Advertisment