Advertisment

গুজরাতের কচ্ছে মাঝসমুদ্রে আটক পাকিস্তানি মৎস্যজীবী, বাজেয়াপ্ত ২টি নৌকা

সমুদ্রে রুটিন টহলদারির সময় চার-পাঁচজন মৎস্যজীবীকে ভারতীয় জল সীমানায় ঢুকে পড়তে দেখেন জওয়ানরা। ধাওয়া করলে পালিয়ে যায় বাকিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Border Security Force apprehends Pakistani fisherman, 2 boats in Kutch

পাকিস্তানি মৎস্যজীবী আটক।

ফের আটক পাকিস্তানি এক মৎস্যজীবী। সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ (BSF) গুজরাতের কচ্ছের সির ক্রিক এলাকার কাছে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী এক পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করেছে। আটক করা হয়েছে মাছ ধরার দুটি নৌকাও।

Advertisment

বিএসএফ-এর তরফ দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন টহলদারির সময় এই অনুপ্রবেশের ঘটনা নজরে আসে জওয়ানদের। লখপাটওয়ারী ক্রিকের কাছাকাছি সির ক্রিকের মুখে চার-পাঁচজন পাকিস্তানি মৎস্যজীবীকে দেখতে পান জওয়ানরা। উত্তাল সমুদ্রের সুবিধা নিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করছিলেন ওই মৎস্যজীবীরা।

বিএসএফের টহলরত দল ধাওয়া করতেই পালানোর চেষ্টা করে ওই মৎস্যজীবীরা। শেষমেশ ধাওয়া করেই অনুপ্রবেশকারী এক পাকিস্তানি মৎস্যজীবীকে ধরে ফেলেন বিএসএফের জওয়ানরা। পলাতক বাকি পাক মৎস্যজীবীদের ফেলে যাওয়া দুটি নৌকা আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

আরও পড়ুন- একধাক্কায় ২ লক্ষের নীচে সংক্রমণ, উদ্বেগ বাড়াল একদিনে হাজারের বেশি মৃত্যু

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধাওয়া করতেই পাকিস্তানের দিকে পালানোর চেষ্টা করেন ওই মৎস্যজীবীরা। এলাকাটির ভৌগোলিক অবস্থানগত সুবিধা নিয়েই শেষমেশ পাক ভূখণ্ডে ঢুকে পড়তে সক্ষম হয় ওই মৎস্যজীবীরা। যদিও তাদের ফেলে যাওয়া দুটি নৌকা আটক করা হয়েছে। এক পাকিস্তানি মৎস্যজীবীকেও আটক করেছেন নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানরা।

তবে আটক দুটি নৌকা থেকে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে। ঠিক কী কারণে পাকিস্তানের ওই মৎস্যজীবীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল আটক মৎস্যজীবীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন বিএসএফ-এর আধিকারিকরা।

Read story in English

Gujrat Coast BSF pakistan kutch Fishermen
Advertisment