Advertisment

রাতারাতি কোটিপতি ব্যবসায়ী, খাদান থেকে উদ্ধার ২৬.১১ ক্যারেটের হীরে

সরকারি এক আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া হীরের আনুমানিক মূল্য হতে পারে ১.২০ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Brick kiln operator finds 26.11 carat diamond in MP mine

প্রতীকী ছবি।

পরিত্যাক্ত অগভীর খাদান থেকে উদ্ধার হল ২৬.১১ ক্যারেট ওজনের হীরে। ছোট ইঁটভাটার মালিক খাদান থেকে ওই হীরেটি উদ্ধার করেছেন। ঘটনা মধ্যপ্রদেশের পান্না জেলার। সরকারি এক আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া হীরের আনুমানিক মূল্য হতে পারে ১.২০ কোটি টাকা।

Advertisment

সরকারি তথ্য অনুযায়ী, পান্না শহরের কিশোরগঞ্জে বসবাসকারী সুশীল শুক্লার ছোট ইঁটভাটার অংশীদারী ব্যবসা রয়েছে কৃষ্ণ কল্যাণপুরে। পরিত্যাক্ত অগভীর খাদান ভাড়া নিয়ে ইঁটাভাটার ব্যবসাটি চলে। সেখান থেকে উদ্ধার হয়েছে বহু মূল্যবান রত্নটি।

জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যেই রত্নটির নিলাম করা হবে এবং সরকারি রয়্যালটি ও কর কেটে নেওয়ার পরে অবশিষ্ট অর্থ খনি মালিককে দিয়ে দেওয়া হবে।

শুক্লা, যিনি ভাড়া করা জমিতে একটি ছোট আকারের ইঁট ভাটা চালান, তিনি সাংবাদিকদের জানান- তিনি এবং তাঁর পরিবার গত ২০ বছর ধরে হীরা উত্তোলনের কাজ করছেন, তবে এই প্রথম এত বড় আকারের রত্ন আবিষ্কার করেছেন।

Read in English

Uttarakhand
Advertisment