Advertisment

বাড়তে চলেছে ব্রিকসের পরিধি, চিনের বিরুদ্ধে ভারতের কৌশল সফল

ব্রিকস সদস্যপদে আমন্ত্রিত ৬টি দেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
UAE, Saudi Arabia Among 6 More Countries Invited To Become New BRICS Members"

চিনের বিরুদ্ধে ভারতের কৌশল সফল, ভারতের এই বন্ধুস্থানীয় দেশগুলো ব্রিকসের নতুন সদস্য হবে। ব্রিকস সদস্যপদে আমন্ত্রিত ৬টি দেশ। আগামী বছরের জানুয়ারি থেকে ব্রিকস সদস্য হিসাবে স্থান পেতে চলেছে আরও ছয়টি দেশ। তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব।

Advertisment

এখন ৬টি নতুন সদস্য দেশ ব্রিকসে যোগ দিতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইরান, মিশর, সৌদি আরব, ইথিওপিয়া, আর্জেন্টিনা এবং সৌদি আরব। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ব্রিকসের নতুন সদস্য দেশ ঘোষণা করেছেন। এর আগে ব্রিকস সম্প্রসারণ নিয়ে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বেড়েছিল।

ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চিন এবং রাশিয়া ব্রিকসের বর্তমান সদস্য। এখন নতুন দেশগুলির যোগদানের পথ পরিষ্কার হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, আর্জেন্টিনা, সৌদি আরব এবং ইরান অর্থাৎ মোট ৬টি দেশ ব্রিকসের নতুন স্থায়ী সদস্য দেশ হতে যাচ্ছে। নতুন সদস্য নির্বাচনের সময় ভৌগোলিক বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মাধ্যমে ব্রিকসের মধ্যে আঞ্চলিক ভারসাম্য রক্ষার চেষ্টা করা হয়েছে। এর আগে অন্তত ২০টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘোষণা করেছেন  আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীকে পূর্ণ সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এই সকল দেশ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ব্রিকসের পূর্ণ সদস্য হবে।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে ভারত সর্বদা ব্রিকস সম্প্রসারণকে সমর্থন করেছে এবং সদস্যপদ রয়েছে এমন দেশগুলির সঙ্গে "গভীর এবং ঐতিহাসিক" সম্পর্ক মজভুত করার লক্ষ্যে কাজ করে চলেছে।

BRICS Summit
Advertisment