লালকেল্লা-কাণ্ডে ধৃত দীপ সিধুর মামলায় দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করল আদালত। এই ঘটনার তদন্তে নিযুক্ত আধিকারিককে তীব্র কটাক্ষ করে আদলত। দিল্লির এক আদালতের বিচারক গজেন্দর সিং নাগর বলেন, 'তদন্তের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে অভিযুক্তকে অপরাধী সাব্যস্ত করাই উপলক্ষ্য। তাই এখনও কোনও তথ্য-প্রমাণ জোগার করা হয়নি।' তাঁর নির্দেশ, 'সত্যিটা সামনে আনুন। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করুন।' যদিও তদন্তকারীদের দাবি, 'সঠিক তদন্তে দীপ সিধু তাদের সহযোগিতা করার চেষ্টা করেছে।'
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হিংসার ঘটনায় ধৃত দীপ সিধু-সহ তিন। ইতিমধ্যে এই অভিনেতা আদালতে সওয়াল করেছেন, 'তিনি হিংসায় মদত নয়, বরং উন্মত্ত জনতাকে শান্ত করতে উদ্যোগ নিয়েছিলেন।'
দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত দিল্লি পুলিশকে সঠিক ভাবে তদন্তের নির্দেশ দিয়েছে। বিচারক বলেন, 'সত্যি সামনে আনতে যা করণীয় করুন। তদন্তে যদি মনে হয় অভিযুক্ত ভুল তথ্য দিয়েছে বা তদন্তকারীদের ভুল পথে চালিয়েছে, তাহলে চার্জশিটে নতুন ধারা প্রয়োগ করুন। অভিযুক্তকে শুধু অপরাধ সাব্যস্ত করবেন না। আদালতের সামনে সঠিক তথ্যটা দিন।'
এদিকে, টুলকিট মামলায় অবশেষে মঙ্গলবার জামিন পেলেন পরিবেশকর্মী দিশা রবি। দিল্লি সীমানা লাগোয়া এলাকায় কৃষক আন্দোলনের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটার শেয়ার করা টুলকিট (Toolkit) পোস্ট করেছিলেন দিশা। সেই মামলায় দিশাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তবে দিল্লির দায়রা আদালত দিশাকে জামিন দিয়েছে। এদিন আদালতের তরফে সাফ জানান হয়, ‘রাজ্যের সঙ্গে সহমত না হলেই জেলে পাঠানো যাবে না’।
জামিনের নির্দেশে আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধর্মেন্দ্র রানা উল্লেখ করেন যে দিশা রবির “কোনও অপরাধমূলক পূর্বসূরি ছিল না”। দিশা রবিকে এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এবং দুটি জামিনে মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত শুক্রবার দিশাকে তিন দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে, পাঁচ দিনের পুলিশ হেফাজতে ছিলেন দিশা।