Advertisment

কাশ্মীরে কেন্দ্রীয় পদক্ষেপের সমালোচক ব্রিটিশ সাংসদকে ভারতে ঢুকতে বাধা

কেন আটকানো হল ব্রিটিশ সাংসদকে? ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামস

দিল্লি বিমানবন্দরে আটকানো হল ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামসকে।

Advertisment

কাশ্মীর নিয়ে গত অগাস্টে কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামস। সোমবার তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হল না। বৈধ ভিসা না থাকাতেই ব্রিটেনের লেবার পার্টির সাংসদকে আটকানো হয়েছে বলে কাস্টমস সূত্রে খবর। তবে, অবৈধ ভিসার কথা অস্বীকার করেছেন ওই সাংসদ। বিমান বন্দরের কর্মীদের প্রবল সমালোচনা করেছেন আব্রাহামস। তাঁকে দেশে ফেরৎ পাঠাতেই এই তোরজোড় বলে মনে করছেন ব্রিটিশ সাংসদ।

ব্রিটিশ পার্লামেন্টের কাশ্মীর বিষয়ক কমিটিরও চেয়ারম্যান ডেবি আব্রাহামস। ব্যক্তিগত কাজে ভারতে এসেছেন তিনি। সম্পূর্ণ ঘটনার কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, 'অন্যান্য যাত্রীর সঙ্গে আমিও ইমিগ্রেশন ডেস্কের সামনে আমার নথিপত্র পেশ করেছিলাম। তার মধ্যে আমার ই-ভিসাও ছিল। কিন্তু ডেস্কে যে অফিসার ছিলেন, তিনি একবার কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকালেন। তারপর মাথা নাড়তে নাগলেন। পরে তিনি বললেন, আপনার ভিসা গ্রহণ করা হচ্ছে না। আমার কথা কেউ শুতেই রাজি ছিলবেন না।' এরপর নাকি সেই অফিসার ডেবির পাসপোর্টটি নিয়ে চেয়ার থেকে উঠে যান। মিনিট দশেক বাদে ফিরে আসেন। এরপরই অভদ্রভাবে ব্রিটিশসাংসদের সঙ্গে ব্যবহার করেন সেই অফিসার।

আরও পড়ুন:  কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতার প্রস্তাব নাকচ নয়াদিল্লির

পরে তিনি জানান, 'যা হচ্ছে তা খুবই বাজে। আমাকে দেশে ফেরথ পাঠাতেই এইসব করা হচ্ছে। আমার সঙ্গে অপরাধীর মত ব্যবহার করা হচ্ছে। আশা করব কাস্টমস অফিসারদের মানসিকতার বদল হবে এবং আমি আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করতে পারব।' বিমানবন্দর থেকেই ব্রিটেনের ভারতীয় দূতাবাসে চিঠি লেখেন ডেবি আব্রাহামস। তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে বলে তোপ দাগেন।

কেন এমন করা হল? ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও জবাব দেওয়া হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir PM Narendra Modi
Advertisment