ব্রিটিশ পার্লামেন্টে খারিজ হয়ে গেল ব্রেক্সিট চুক্তি। টেরেজা মে-র হার সাম্প্রতিককালে ব্রিটিশ পার্লামেন্টে সবচেয়ে বড় হার বলে উল্লিখিত হচ্ছে। ৪৩২-২০২ ভোটে খারিজ হয়েছে ব্রেক্সিট চুক্তি। এর ফলে ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সরকারি সিদ্ধান্ত এখন সম্পূর্ণ চ্যালেঞ্জের মুখে।
এই ফলের সঙ্গে সঙ্গেই মে সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোট সংঘটিত করতে হবে।
এদিনের ভোটে হারের পর টেরেজা মে পার্লামেন্টে বলেন, ”একথা স্পষ্ট যে হাউজ এই চুক্তি সমর্থন করে না, কিন্ত এ ভোট থেকে বোঝা যাচ্ছে না, হাউজ কিসে সমর্থন করে। আমাদের নিশ্চিত হতে হবে যে সরকারের ওপর হাউজের আস্থা রয়েছে কি না।”