Advertisment

বিএসএফ-এ করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে ১৫২

সংবাসংস্থা পিটিআইকে বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, করোনার জেরে ২ দিন আগে বিএসএফের সদর দফতরের ২টি তল সিল করে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bsf coronavirus cases, বিএসএফ করোনা, করোনাভাইরাস, বিএসএফ, crpf coronavirus, সিআরপিএফ, indian army coronavirus cases, coronavirus india cases, coronavirus covid-19 news, করোনার খবর

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশে করোনার কামড় অব্য়াহত। বিএসএফ-এর আরও ৮৫ জন কর্মীর শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে বিএসএফে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৫২। অন্য়দিকে, সিআরপিএফে করোনা আক্রান্তের সংখ্য়া ছুঁয়েছে ১৩৭।

Advertisment

বিএসএফ কর্মীদের মধ্য়ে দিল্লিতে করোনার সংক্রমণ সবথেকে বেশি। সেখানে ১১০ জনেরও বেশি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি আক্রান্তরা ত্রিপুরার কর্মী বলে জানা গিয়েছে। উল্লেখ্য়, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে প্রায় ২.৫ লক্ষ বিএসএফ কর্মী কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: গুলির লড়াইয়ে নিহত হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু

সংবাসংস্থা পিটিআইকে বিএসএফ-এর এক মুখপাত্র জানিয়েছেন, করোনার জেরে ২ দিন আগে বিএসএফের সদর দফতরের ২টি তল সিল করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দিল্লির সেনা হাসপাতালে সেনাকর্মী-সহ কমপক্ষে মোট ২৪ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। যাঁদের শরীরে করোনাভাইরাস মিলেছে, তাঁদের মধ্য়ে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্য়রা।

এদিকে, দেশে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮০ জন ও মৃত ১১১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোট কোভিড-১৯ পজেটিভ ৪৯ হাজার ৩৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৮২ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৪ জনের।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment