Pak drone: ভোটের মাঝেই বুক কাঁপানো হামলার ছক! সীমান্তে চক্কর পাক ড্রোনের, গুলি করে নামাল সেনা

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সীমানা বরাবর হঠাৎ করে দেখা মেলে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন।

জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সীমানা বরাবর হঠাৎ করে দেখা মেলে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন।

author-image
IE Bangla Web Desk
New Update
poonch fire

মঙ্গলবার রাত 11.30 টার দিকে সীমান্তের ওপার থেকে ড্রোন ক্রিয়াকলাপটি খানতার গ্যারিসনে সতর্ক সীমান্ত রক্ষীরা তুলে নিয়েছিল, কর্মকর্তারা জানিয়েছেন। (এক্সপ্রেস ছবি)

Fire on suspected Pak drone: ভোটের মাঝেই মারাত্মক হামলার ছক পাকিস্তানের! সেই ছক বানচাল করল বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে সীমানা বরাবর হঠাৎ করে দেখা মেলে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন। দেখা মাত্রই সেটির উপর গুলি চালায় বাহিনী। সেনা কর্মকর্তারা বুধবার বলেছেন বিএসএফ জওয়ানদের তৎপরতার কারণেই ড্রোনটিকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম হয়েছে ভারত।

Advertisment

সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ সীমান্তের ওপার একটি পাক ড্রোন এলওসি টপকে ভারতে প্রবেশের চেষ্টা করে। দেখা মাত্রই বিএসএফের জওয়ানরা ড্রোনটি নামাতে ৩৬ রাউন্ড গুলি চালিয়েছে। পাশাপাশি গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ড্রোন থেকে অস্ত্র, মাদক দ্রব্য ইত্যাদি সীমান্তের এপারে ফেলার কোন পাক পরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেনারা তল্লাশি অভিযান শুরু করেছে।

আরও পড়ুন- < Smuggling Racket: এই প্রাণীও পাচার হয়? বর্ধমান স্টেশনে হাতেনাতে ধরতেই চক্ষু ছানাবড়া RPF-এর! >

পাকিস্তানের আইএসআই সমর্থিত জঙ্গিরা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে জিইয়ে রাখার জন্য ড্রোনের মাধ্যেমে অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও নগদ টাকা সীমান্তের এপারে ফেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই এই ধরণের কর্মকাণ্ড আটকাতে তিন লাখ টাকা পুরষ্কার ঘোষণা করেছে।

Terrorist jammu and kashmir Terrorism pakistan isi